HomeWest BengalKolkata Cityদুর্গা পুজোয় ঘুরতে যাবেন? ট্রেনের টিকিট পাচ্ছেন না? বিশেষ ব্যবস্থা করল রেল

দুর্গা পুজোয় ঘুরতে যাবেন? ট্রেনের টিকিট পাচ্ছেন না? বিশেষ ব্যবস্থা করল রেল

- Advertisement -

দুর্গাপুজো আর হাতে গুনে কয়েকটা দিন পরেই। আর ভ্রমণ পিপাসু বাঙালির জন্য দুর্গা পুজোর ছুটিতে ঘুরতে যাওয়া কোনও নতুন ব্যাপার নয়। প্রতিবারই ঠিক জুনের মধ্যবর্তী সময় থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেনের টিকিট বুকিং-এর হিড়িক পড়ে যায়। তাই এইবার আগেভাগেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করল রেল।

যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট কয়েকদিনের জন্য হাওড়া ও শিয়ালদা শাখায় রবিবারও রিজার্ভেশন অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে ৷ ১৬ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে টিকিটের চাহিদা অনেকটাই বেড়ে যায় । তাই যাত্রীদের সুবিধার্থে রবিবার সকালে হাওড়া ও শিয়ালদা শাখায় টিকিট রিজার্ভেশন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ।

   

বুধবার মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান যে, আগামী ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) রবিবার খোলা রাখা হবে । যে রবিবারগুলি সকালে খোলা থাকবে রিজার্ভেশন অফিস সেই তারিখগুলি হল, ১৬ জুন, ২৩ জুন, ৩০ জুন, ৭ জুলাই ও ১৪ জুলাই । এই তারিখগুলিতে শুধুমাত্র সকালের শিফটেই খোলা থাকবে রেলের রিজার্ভেশন অফিস ।

পাশাপাশি শিয়ালদা শাখার মোট 45টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে । শিয়ালদা শাখায় যে স্টেশনগুলিতে রিজার্ভেশন অফিস খোলা থাকবে সেগুলি হল, শিয়ালদা, কলকাতা, বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, শ্যামনগর, কাঁকিনাড়া, নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, মাজদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরী, দেবগ্রাম , পলাশী, বেলডাঙা, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, লালগোলা, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসত, হাবরা, ঠাকুরনগর, বনগাঁও, বসিরহাট, হাসনাবাদ, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, সোনারপুর, কোমাগাতামারু বজবজ, মাঝেরহাট ও ক্যানিং স্টেশন ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular