HomeWest BengalKolkata Cityভারতীয় রেলের বিরাট চমক! ছুটির মরসুমে পুরী যাওয়া আরও সহজ

ভারতীয় রেলের বিরাট চমক! ছুটির মরসুমে পুরী যাওয়া আরও সহজ

- Advertisement -

ছুটির সপ্তাহে পুরী যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করল রেল (Indian Railways) । আগামী ১৪ অগস্ট শিয়ালদহ থেকে পুরীর আগের স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। চলতি সপ্তাহে একগুচ্ছ ছুটি থাকার দরুণ বাঙালিরা অনেকেই পুরীর সমুদ্রে ছুটি কাটাতে যাচ্ছেন। কিন্তু ছুটির মরসুমে সবাই ট্রেনের বুকিং করার ফলে চাপ বাড়ছে ভারতীয় রেলের। তাই ছুটির মরসুমে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। শিয়ালদহ থেকে মালাতিপাতপুর পর্যন্ত যাবে এই ট্রেনটি।

পিতৃহারা সজল, প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ

   

আগামী ১৪ আগস্ট অর্থাৎ আগামিকাল থেকেই রাত ১১ট ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং ১৫ তারিখ সকাল ৯টা ৩৫ মিনিটে মালাতিপাতপুর স্টেশনে পৌঁছবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস রয়েছে ফলে মধ্যবিত্তদের যেতে কোনও সমস্যাই হবে না, স্লিপার ক্লাসে মোট ১১৫০টি আসন রয়েছে। ট্রেনটিতে যারা কলকাতা থেকে দক্ষিণ – পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্ৰক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড ইত্যাদি স্টেশনে সরাসরি যেতে চান, তারাও এই ট্রেনে চড়তে পারেন। তাই পুরী যেতে অসুবিধা হবে না এই ট্রেনটি চালু হলে। প্রসঙ্গত মালাতিলাতপুর থেকে পুরীর দুরত্ব মাত্র ৯ কিলোমিটার। শুধুমাত্র ওইটুকু দূরত্ব কিছুর বন্দোবস্ত করে নিলেই কেল্লাফতে।

আরজি কর কাণ্ড, এবার পথে নেমে প্রতিবাদে ‘বিদ্বজ্জন’ অর্পণা-সোহিনী-পল্লবরা

অন্য দিকে রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৯টি রুটে বিশেষ ট্রেন চালু করছে পূর্ব রেল। ১) ট্রেন নম্বর ০৩১৩১ শিয়ালদহ – গোরখপুর ৫ অক্টবর – ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও সোমবার চলবে। ২) ট্রেন নম্বর ০৩১৩২ গোরখপুর – শিয়ালদহ ৬ অক্টবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবি ও মঙ্গলবার চলবে। ৩) ট্রেন নম্বর ০৩০৪৩ হাওড়া – রক্সউল জংশন ৫ অক্টবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। ৪) ট্রেন নম্বর ০৩০৪৪ রক্সউল জংশন – হাওড়া ৬ অক্টবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে। ৫) ট্রেন নম্বর ০৩৪১৭ মালদা টাউন – উদনা জংশন ৬ অক্টবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে।

হু হু করে বাড়ছে সবজির দাম, মাথায় হাত মধ্যবিত্তের

এছাড়াও, ট্রেন নম্বর ০৩৪১৮ উদনা জংশন – মালদহ টাউন ৮ অক্টবর থেকে ২৬ নভেম্ব পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। ৭) ট্রেন নম্বর ০৩৫৭৫ আসানসোল – আনন্দবিহার টার্মিনাল ৪ অক্টবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে। ৮) ট্রেন নম্বর ০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল – আসানসোল ৫ অক্টবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। ৯) ট্রেন নম্বর ০৩৪৩৫ মালদহ টাউন – আনন্দবিহার টার্মিনাল ৭ অক্টবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার চলবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular