IMD: বাংলা সহ ২৭ রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দিনে বজায় থাকবে অস্বস্তিকর গরম

আইএমডি-র তরফ থেকে অসম, মেঘালয়া এবং আরও কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে। বঙ্গে মঙ্গলবার দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আন্দামান দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকায় বর্ষা ঢুকবে।

Advertisements

আইএমডি জানিয়েছে আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিমের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে প্রবল হাওয়া। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।

   

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আজ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তটবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানম, তেলেঙ্গানা, রায়লসীমা, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের আলাদা আলাদা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। থাকবে আংশিক মেঘলা আকাশ। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৯ শতাংশ। এর ফলে অস্বস্তিকর আবহাওয়া থাকবে সারাদিন।

কলকাতায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

Advertisements

আর্দ্রতা বজায় থাকার ফলে গুমোট গরম অনুভূত হবে। হাওয়া মোরগ জানিয়েছে, বৃষ্টির আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ কিছুটা কমবে।

পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ও বুধবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।ঝড়ের সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে ২৭ মে শনিবার পর্যন্ত। চলতি সপ্তাহে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কয়েক ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।