মমতার হাতে ২০২২ র ফাইল কেন? বিজেপির পঞ্চবাণে ঘনাল রহস্য

i-pac-ed-raid-mamata-banerjee-bjp-questions

কোলকাতা: বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায় (I-PAC)। কলকাতায় ভোট-কৌশল সংস্থা আই-প্যাক (I-PAC)-এর দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। লক্ষ্য কয়লা পাচার মামলার আর্থিক যোগসূত্র খতিয়ে দেখা। ঠিক সেই সময়েই পরিস্থিতি অন্য মাত্রা নেয়, যখন খবর পেয়েই আইপ্যাকের দফতরে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ক্যামেরার সামনে যা ধরা পড়ে, তা নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। মমতা বন্দোপাধ্যায়কে দেখা যায়, আইপ্যাক অফিস থেকে একাধিক ফাইল হাতে করে বেরিয়ে যেতে। বেরিয়ে এসেই মুখ্যমন্ত্রীর অভিযোগ অমিত শাহের নির্দেশে ইডি তৃণমূল কংগ্রেসের দলীয় নথি, আইটি সংক্রান্ত তথ্য, এমনকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ‘চুরি’ করতে এসেছিল। তাঁর দাবি, আইপ্যাক আসলে তৃণমূলের আইটি অফিস এবং প্রতীক জৈন দলের আইটি প্রধানের দায়িত্ব সামলান।

   

রেলে বাম্পার পদে নিয়োগ, ৪৪ হাজার টাকা পর্যন্ত বেতন, আবেদন করুন

এই বক্তব্যের পরই পাল্টা আক্রমণে নেমেছে বঙ্গ বিজেপি। বিজেপির তরফে একে একে পাঁচটি প্রশ্ন ছোড়া হয়েছে, যা ঘিরে এখন রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক। সবচেয়ে বড় প্রশ্ন সরকারি ফাইল আইপ্যাকের মতো একটি বেসরকারি সংস্থার অফিসে কী করছিল?

ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখ্যমন্ত্রী নিজে পশ্চিমবঙ্গ সরকারের ফাইল ওই অফিস থেকে বের করে আনছেন। বিজেপির প্রশ্ন, সরকারি নথি কীভাবে এবং কোন যুক্তিতে একটি প্রাইভেট পলিটিক্যাল কনসালটেন্সি সংস্থার দফতরে রাখা হয়?

দ্বিতীয় প্রশ্ন আরও কৌতূহলোদ্দীপক। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ইডি ২০২৬ সালের নির্বাচনের প্রার্থী তালিকা নিতে এসেছিল। অথচ যে ফাইলগুলো ক্যামেরায় ধরা পড়েছে, তার মধ্যে একটি ফাইলের তারিখ ফেব্রুয়ারি ২০২২। বিজেপির কটাক্ষ ২০২২ সালেই কি ২০২৬ সালের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছিল? তৃতীয়ত, সরকারি ফাইল বহন করা হলো তৃণমূল কংগ্রেসের নামে কেনা দলীয় গাড়িতে। বিজেপির প্রশ্ন, সরকারি নথি কি দলীয় গাড়িতে বহন করা আইনসম্মত? নাকি সরকার আর দল এখন কার্যত একাকার হয়ে গেছে?

চতুর্থ প্রশ্নটি আরও গভীর। রাজনৈতিক মহলে বরাবরই জানা, আইপ্যাক তৃণমূলের ভোট-কৌশল তৈরি করে। কিন্তু বিজেপির প্রশ্ন যদি আইপ্যাক দল চালায়, তাহলে সরকার কে চালায়? সরকারি নথি যদি আইপ্যাকের অফিসে যায়, তাহলে সাধারণ মানুষের তথ্য কি একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে? এতে নাগরিকদের তথ্য সুরক্ষা ও গোপনীয়তা কি বিপন্ন নয়?

পঞ্চম এবং সবচেয়ে রাজনৈতিকভাবে বিস্ফোরক প্রশ্ন এত কাণ্ডের মধ্যেও কেন একজন প্রতীক জৈনের জন্য মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামলেন? অতীতে একাধিক বড় নেতার গ্রেফতার বা ইডি-সিবিআই অভিযানে এমন দৃশ্য দেখা যায়নি। তবে আইপ্যাক এবং প্রতীক জৈনের ক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রী ঢাল হয়ে দাঁড়ালেন? বিজেপির কটাক্ষ, ‘কয়লা ভাইপোর’ কোনও গুরুত্বপূর্ণ হিসাব কি ওখানেই ছিল?

বিজেপির দাবি, এগুলো রাজনৈতিক স্লোগান নয়, বরং সাধারণ মানুষের প্রশ্ন। আর প্রশ্ন তোলা এখনও অপরাধ নয়। অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। এই টানাপোড়েনের মাঝেই রাজ্য রাজনীতিতে আইপ্যাক, ইডি এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিতর্ক আরও তীব্র হচ্ছে।

Focus Keyphrase

ED Raid Mamata Banerjee

🏷️ English Tags

I-PAC ED Raid, Mamata Banerjee, Pratik Jain, ED Investigation, Bengal Politics, BJP vs TMC, Coal Scam

🔗 Permalink (SEO-friendly)

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন