Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata Cityদশ দফা দাবিতে এবার জুনিয়ারদের সঙ্গে অনশনে বসছেন সিনিয়ার চিকিৎসকেরা

দশ দফা দাবিতে এবার জুনিয়ারদের সঙ্গে অনশনে বসছেন সিনিয়ার চিকিৎসকেরা

ফের তিলোত্তমার বিচার চেয়ে পথেই দিন কাটাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা(Junior Doctors Strike)৷ মুখ্যমন্ত্রী ও মুখ্যসচীবের সঙ্গে বহুবার বৈঠক করার পরেও কোনও সুরাহা মেলেনি৷ তাই দশ দফা দাবি নিয়ে অনশনের পথে নেমেছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ এবার এই আন্দোলনে জুনিয়ার চিকিৎসকদের (Junior Doctors Strike ) পাশে রয়েছে সিনিয়াররাও। 

Advertisements

যদিও আন্দোলনের প্রথম থেকেই সিনিয়ারদের পাশে পেয়েছেন জুনিয়ার ডাক্তারের৷ এবারেও তার অন্যথা হয়নি৷ ধর্মতলায় অনশন মঞ্চে আন্দোলনরত চিকিৎসকদের পাশে রয়েছেন সিনিয়াররাও৷ রিলে অনশনের ভাবনা সিনিয়ার চিকিৎসকেদের৷ 

Advertisements

কিন্তু এই আন্দোলনকে ঘিরেই দেখা দিয়েছে সমস্যা৷ পুজোর সময়ে এই আন্দোালন ধর্মতলায় করা নিয়ে বাঁধা পুলিশের৷ যদিও পুলিশের বার্তাকে নাকচ জুনিয়ার চিকিৎসকেরদের৷ উল্টে ডাক্তারদের অনশনের মঞ্চে বায়ো টয়লেটের বন্দোবস্তের অনুমতি চেয়ে পুলিশকে ইমেল করা হল।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তাদের (Junior Doctors Strike )দাবি,এই মুহূর্তে থেকে আমরন অনশন বসতে চলেছি। কাজে ফিরছি। তবে খাবার খাব না। যদিও, প্রথম দফায় যে ছ’জন জুনিয়র চিকিৎসক আন্দোলনে সামিল হয়েছেন তাঁর মধ্যে আরজি করের কোনও জুনিয়র চিকিৎসক নেই বলেই জানিয়েছেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Strike )।

শনিবার রাতেই জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors Strike )ইমেল করা হয়েছে লালবাজারে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বন্দোবস্তের অনুমতি চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও জবাব আসেনি বলে সূত্রের খবর।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বড়বাবু আসার আগে বায়ো টয়লেট নিয়ে কিছু বলা যাবে না। তিনি রবিবার সকালেই আসবেন তারপর যা ব্যবস্থা নেওয়া হবে৷ এই ঘটনার পরিপ্রেক্ষীতে জুনিয়ার
চিকিৎসা জানান, হাসপাতালে কোনও রোগী ভর্তি হওয়ার সময়েসময় কি বলা হয়ে থাকে যে সিনিয়ার কেউ না এলে পরিষেবা দেওয়া হবে না?এটা অমানবিক, নিন্দনীয়, ঘৃণ্য।’’

তবে এই মুহূর্তে পথেই রয়েছেন ছ’জন চিকিৎসক৷

১) অর্ণব মুখোপাধ্যায়, এসএসকেএম-নেফরো বিভাগ, পিডিটি ২) অনুষ্টুপ মুখোপাধ্যায়, এন্ডোক্রিনোলজি, প্রথম বর্ষ ৩) সায়ন্তনী ঘোষ হাজরা, প্যাথলজি, পিজিটি, কেপিসি কলেজ ৪)পুলস্ত্য আচার্য্য, প্রথম বর্ষ, অ্যানাস্থেশিয়া বিভাগ, এনআরএস ৫)তনয়া পাঁজা, এসআর, ইএনটি, এমসিকে ৬)স্নিগ্ধ হাজরা, রেডিয়ো থেরাপি এসআর, এমসিকে৷

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments