বেলাগাম মন্তব্য এবং ব্যাক্তি আক্রমণ করে বিতর্কের (Humayun Kabir)কেন্দ্রবিন্দু জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। ফের একবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল এই তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক।
একটি জনসভায় তিনি সরাসরি বলেন “মমতা বন্দোপাধ্যায়ের মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের মাসতুতো বোন মনিকা মুখোপাধ্যায়ের ছেলে ফিরহাদ হাকিম।” এর আগেও একটি বক্তৃতার সময় হুমায়ুন ফিরহাদকে পোল্ট্রি মুরগি বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
বলাগড়ে বন্দরের শিলান্যাসে মোদী, আমন্ত্রণ পেয়েও গরহাজির তৃণমূল বিধায়ক
গতকাল জনসভা থেকে সেই রহস্যই ফাঁস করলেন হুমায়ুন কবির। তিনি বলেন ফিরহাদের বাবা ছিলেন গয়ার মুসলিম এবং মা ছিলেন মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা। তার নাম মনিকা মুখোপাধ্যায় এবং ঘটনাচক্রে তিনি মমতা বন্দোপাধ্যায়ের মা গায়ত্রী বন্দোপাধ্যায়ের মাসতুতো বোন। সুতরাং সম্পর্কের দিক থেকে দেখতে গেলে ফিরহাদ হাকিম মমতার মাসতুতো ভাই।
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই হুমায়ুন কবির তৃণমূল এবং তার শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করা শুরু করে ভাইরাল হয়েছেন। বেলডাঙ্গায় বাবরি মজিদ বানাবার পরিকল্পনা এবং তার শিলান্যাস করে শুধু রাজ্যে নন সারা দেশে তিনি হয়েছিলেন আলোচনার পাত্র। তৃণমূল ছেড়ে বেরিয়ে মমতা এবং তৃণমূল নেতাদের নাম করে প্রকাশ্যে বেলাগাম মন্তব্য করেন হুমায়ুন।
এই ইস্যুতেই তৃণমূল নেতৃত্ব সরব হয়ে মন্তব্য করেছিলেন যে হুমায়ুন প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন। গতকাল বহরমপুরে রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নাম না করে হুমায়ূনকে গদ্দার বলে উল্লেখ করেন এবং সরাসরি বেলডাঙ্গাকে অশান্ত করার অভিযোগে অভিযুক্ত করেন। শুধু অভিষেকই নন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বেলডাঙার বিক্ষোভের ঘটনার পরে হুমায়ূনকে দায়ী করে ছিলেন এবং বলেছিলেন যে হুমায়ুন সংখালঘুদেরকে খেপিয়ে তুলছেন এবং রাজ্যের পরিস্থিতি অশান্ত করে তুলতে চাইছেন।
তবে ফিরহাদের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের সম্পর্কের এই বয়ান নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দলের কাছ থেকেই কোনো রকম বিবৃতি আসেনি কিন্তু রাজনৈতিক মহলের গুঞ্জন তবে কি বাংলায় শুধুমাত্র পরিবারতন্ত্রের রাজনীতি চলছে। আবার অনেকেই মনে করছেন নির্বাচনের আগে এই ধরণের মন্তব্য করে আলোচনার কেন্দ্রে থাকতে চাইছেন হুমায়ুন।
