HomeWest BengalKolkata CityKolkata: খাস কলকাতায় অটো থেকে উদ্ধার বিপুল বোমা-গুলি

Kolkata: খাস কলকাতায় অটো থেকে উদ্ধার বিপুল বোমা-গুলি

- Advertisement -

এবার খাস কলকাতায় (Kolkata) সাত সকালে উদ্ধার হল ব্যাপক বোমা ও আগ্নেয়াস্ত্র। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হরিদেবপুরে (Haridevpur)। এদিন হরিদেবপুরের জনভুল রাস্তায় এক পরিত্যক্ত অটো থেকে ১৯টি তাজা বোমা, ১টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, হরিদেবপুরের মিলনী ক্লাবের পক্ষ থেকে গ্যারাজ ভাড়া দেওয়া হয় একটি ফিন্যান্স কোম্পানিকে। তারাই তিনটি অটো বাজেয়াপ্ত করে গ্যারাজে রেখেছিল। এর মধ্যে একটি অটো থেকে গুলি, বোমা, কার্তুজ উদ্ধার করে পুলিশ।

   

স্থানীয়রা জানিয়েছেন, ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড় করানো ছিল অটোটি। এত অস্ত্র কোথা থেকে এল, কোথায় পাচার করা হচ্ছিল, এছাড়া এই ঘটনার পেছনে মূল মাথা কে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular