Howrah: গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন

Howrah Botanical Garden

বিপন্ন বোটানিক্যাল গার্ডেন (Howrah Botanical Garden) ভাঙছে গঙ্গার পাড়। গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ার আশঙ্কা কতৃপক্ষের। গ্রেট ব্যানিয়ন ট্রি এর জন্য শিবপুরের এজেসি বোস রোডের বোটানিক্যাল গার্ডেন পৃথিবী বিখ্যাত। গঙ্গার ভাঙনে এই জাতীয় উদ্যান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশ জায়গাতেই নেই ফেন্সিং। তার জেরে ভাঙনের ফলে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে বহু গাছ। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশকর্মীদের।

এছাড়াও হাওড়া শহরের একাধিক অংশ গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইলার পর থেকে এই ভাঙন তৈরি হয়। বোটানিক্যাল গার্ডেনের গঙ্গার ঘাটের পাঁচিল অনেক আগেই ভেঙে গেছে। একটু একটু করে পাড় ভেঙে ২৭৩ একরের একাংশ প্রায় প্রতিদিন নদীগর্ভে চলে যাচ্ছে।

   

বর্তমানে ১৪০০ প্রজাতির ১৭ হাজার গাছ রয়েছে‌। রয়েছে ২০০ বছরের প্রাচীন মহাবটবৃক্ষ। বি গার্ডেনকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলছে এলাকার মানুষ।

স্থানীয় এক বাসিন্দার কথায়, “এটি শুধু পশ্চিমবঙ্গের গৌরব নয়, সারা ভারতের গর্ব। এমনকি বিশ্ববাসীর গর্ব। আমরা উদ্বিগ্ন কারণ পাড় ভেঙে যাচ্ছে। বিভিন্ন দামী দামী গাছ পড়ে যাচ্ছে। রিসার্চের গাছগুলো পড়ে যাচ্ছে। প্রায় ছমাস আগে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্দেশ্যে আমরা একটা দরখাস্ত দিয়েছি। দরখাস্ততে ২০০ জনের সাক্ষর রয়েছে। দরখাস্ত দিলেও এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি।”

আরও এক বাসিন্দার কথায়, “৪০ বছর ধরে দেখছি গাছগুলো পড়ে যাচ্ছে। সরকার যদি এবিষয়ে পদক্ষেপ নেয়, তাহলে ভালো হয়।” কয়েকবছর ধরে বোটানিক্যাল গার্ডেনের পার ভেঙে যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন