HomeWest BengalKolkata CityHot Weather: দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের অ্যালার্ট জারি

Hot Weather: দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের অ্যালার্ট জারি

- Advertisement -

গরম (Hot Weather) থেকে আপাতত রেহাই নেই বলে সাফ সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া আরও তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে। দিনের ব্যস্ত সময়ে আর্দ্রতার মাত্রা ৪০% ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গরম সবরকম সহ্যের সীমা অতিক্রম করে যাবে দক্ষিণবঙ্গে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

   

শুধুমাত্র তাই নয়, আবহাওয়া অফিস সকাল ১১টা থেকে বিকেল ৪টে, এই সময়টার মধ্যে বাইরের অপ্রয়োজনীয় কাজকর্ম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে আরও বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছে। যদিও একদিকে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক গরম আবহাওয়া চোখ রাঙাচ্ছে ঠিক তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া বিরাজ করছে। আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular