Madan Mitra: হাড় খুবই ভঙ্গুর, ভয়াবহ অ্যানিমিয়ায় আক্রান্ত মদন মিত্রকে নিয়ে উদ্বেগ

Madan Mitra discharged from SSKM

ফের হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। রক্তে হিমোগ্লোবিন কমেছে বিধায়কের। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তাকে এমারজেন্সি বিভাগে রেখে চিকিৎসা করা হচ্ছে। তার একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌরীন পঞ্জার অধীনে তার চিকিৎসা চলছে। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, ভয়াবহ অ্যানিমিয়ায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হিমোগ্লোবিনের পাশাপাশি তার রক্তে ক্যালসিয়ামের মাত্রাও অস্বাভাবিক রকমের কম। ফলে তার হাড় ভঙ্গুর হয়ে পড়েছে বলেও খবর। কথাবার্তাও সামান্য অসংলগ্ন। আশঙ্কা, রাখতে সোডিয়াম-পটাসিয়ামের ভারসাম্যও বিঘ্নিত হয়ে থাকতে পারে।

   

গত ডিসেম্বর মাসেই প্রায় ২২ দিনের জন্য হাসপাতালে ছিলেন তিনি। ডিসেম্বরের মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যান তিনি। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পরেই তাকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। এরপর থেকে টানা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে কাঁধে চোট লাগে তার। এরপর গত ১৩ ডিসেম্বর কাঁধে অস্ত্রোপচার হয় তার। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক।

প্রায় ২২ দিন হাসপাতালে কাটানোর পর গত ২৬ ডিসেম্বর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। যদিও হাসপাতাল থেকে বের হওয়ার সময় মদন মিত্র নিজে জানিয়েছিলেন, তিনি খুব একটা ভালো নেই। একের পর এক রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয় তার। গত কয়েক সপ্তাহে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এতদিন ধরে বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। চিকিৎসকরা তাকে বাড়িতে বিশ্রামের জন্য উপদেশ দিয়েছিলেন। টানা বিশ্রামের পর শুক্রবার ফের কিছুটা অসুস্থতাবোধ করেন তিনি। তখনই তড়িঘড়ি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন