দুর্গাপূজায় শেখ হাসিনার ইলিশ উপহার, আসছে পদ্মা রসনার ঝাঁক

Hilsa gift of Sheikh Hasina to West Bengal

নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানিপ জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রফতানি করবে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় সর্বাধিক চালান যাবে।

বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রকের তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকশি জানান,

   

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। শর্তসাপেক্ষে ৫২ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ মেট্রিক টন ইলিশ রফতানি করবে।

Hilsa gift of Sheikh Hasina to West Bengal

বাংলাদেশ বাণিজ্যমন্ত্রক জানিয়েছে,এই ইলিশ রফতানির অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে।

চলতি ইলিশ মরশুমে বাংলাদেশে উৎপাদিত ইলিশ প্রথম দিকে কম ছিল। পরে তা বেড়েছে। অন্যদিকে ভারতের দিকে গঙ্গায় দূষণের কারণে ইলিশের দল গঙ্গাসাগর মোহনার দিক ছেড়ে বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বলেই জানান বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন