Rabindra Bharati: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, গত ২১ এবং ২২ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বিগত…

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, গত ২১ এবং ২২ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বিগত বৎসর এই অনুষ্ঠানের আয়োজন করে পড়ুয়ারা অথবা ছাত্র সংসদ। কিন্তু এবারই প্রথম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্রেশার্স ওয়েলকাম এই অনুষ্ঠানের আয়োজন করেন। পড়ুয়াদের বাদ দিয়ে এই নবীনবরণ অনুষ্ঠান হওয়ায় দুই পড়ুয়ারা মেনে নিতে পারেনি তাই তারা আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে এই মামলায় পক্ষ করার নির্দেশ দিয়েছে।

Advertisements

নবীনবরণ নিয়ে এমন দিন দেখতে হবে তা ভাবতেও পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একতরফা সব দায়িত্ব পড়ুয়াদের থেকে কেড়ে নিয়েছে । এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয়ের অফিসারদের হাতে। তবে এই ভাবে সিদ্ধান্ত বদলানোয় খুশি নয় ছাত্ররা ।

Advertisements

তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে এখন ক্যাম্পাসে কোনও নির্বাচিত ছাত্র সংসদ নেই।অন্যদিকে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় নবীনবরণের দায়িত্ব পড়ুয়াদের দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। ভারপ্রাপ্ত উপাচার্যের নির্দেশে অফিসারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। প্রত্যেকটি কাজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই করা হয়েছে। তবে অনুষ্ঠানের হিসাবের সমস্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে এই ধরণের অশান্তিকে বিশ্ববিদ্যালয় গোষ্ঠীদ্বন্দ বলেই মনে করেছেন।