Job Scam: উৎসবের সন্ধ্যায় সিবিআই জেরা করবে পর্ষদ সভাপতিকে

নিয়োগ দুর্নীতি মামলায় নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে দিতে হবে হাজিরা। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। তদন্তে সহযোগিতা না করলে দরকারে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এমনটাও নির্দেশ আদালতের।দুর্গা পূজার চতুর্থীর রাতে নিজাম প্যালেসে সিবিআই জেরা করবে। একেবারে উৎসবের মধ্যে এমন পরিস্থিতিতে তীব্র আলোড়ন।

শুধু বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পালকেই নয়, সঙ্গে পর্ষদ সচিব পার্থ কর্মকারকেও জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে । বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্ষদের বাকি সদস্যদের কীভাবে, কবে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, সেই বিষয়ে তদন্তকারী সংস্থার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে।

   

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই রিপোর্ট দেখার পরই গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাও উল্লেখ করেন যে, পর্ষদের পক্ষ থেকে ‘ডিস্টার্ব’ করা হচ্ছে তদন্তকারী সংস্থাকে। এখন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ, তা স্পষ্ট নয়।

পাশাপাশি, সিবিআই গঠিত সিটের তদন্তকারী অফিসাররা জানান যে, এই তদন্তপ্রক্রিয়ায় তাঁরা কয়েকজনকে যুক্ত করতে চান। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এই নির্দেশ, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ১৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে জেলবন্দি। সিবিআই রিপোর্ট অনুযায়ী প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিতে পুরোপুরি যুক্ত। তারপর বর্তমানে যাঁরা পর্ষদের সদস্য রয়েছেন, তাঁরাও ওএমআর শিট ডিজ়াইন করতে পুনরায় এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দিয়েছেন। আর সেই কারণে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন