Home West Bengal Kolkata City High court : গার্ডেনরিচ কাণ্ডে বিচারপতি সিনহার কড়া বার্তা

High court : গার্ডেনরিচ কাণ্ডে বিচারপতি সিনহার কড়া বার্তা

Calcutta High Court

গার্ডেনরিচ কাণ্ডের ভয়াবহতা দেখেছে শহরবাসী। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কারুর আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বহুতল বিপর্যয়ের পরেই একের পর এক অভিযোগ ছুটে এসেছে শাসক দলের দিকে। উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগ।

Advertisements

বুধবার বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বললেন, “‘ বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়।” তিনি আরও বললেন, ” আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। ”

   

অবৈধ নির্মাণের কাজে যুক্ত ১ লক্ষ টাকা জরিমানা দিতে না চাইলে,অভিযুক্তের জরিমানা বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হবে বলে জানাল কলকাতা হাইকোর্ট । প্রসঙ্গত মঙ্গলবারই এই বিষয়ে কলকাতা হাইকোর্ট তীব্র সমালোচনা করে। একটা বিল্ডিং যখন ভাঙে তখন কয়েক সেকেন্ড লাগে, আর সেই বিল্ডিং ভাঙতে ৩০ দিন সময় লাগবে কেন ?

ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত এবং আহতদেরকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisements