HomeWest BengalKolkata City৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

- Advertisement -

এবার নজিরবিহীনকাণ্ড ঘটাল কলকাতা হাইকোর্ট। ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মা হওয়ার স্বপ্ন সত্যি হয়েছিল, কিন্তু শিশু পরিপূর্ণ নয়,তাই গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন এক মা। সেই রায়ের শুনানিতেই বৃহস্পতিবার ৩৪ সপ্তাহের ভ্রুণের গর্ভপাতের অনুমতি হাইকোর্টের।

সম্ভবত দেশে প্রথম ৩৫ সপ্তাহে গর্ভপাতের অনুমতি মায়ের স্বাস্থ্যের কথা এবং একই সঙ্গে শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছে। এদিন এই অনুমতি দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চ।রায়ে জানানো হয়েছে,এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ বোর্ডের সাহায্যে নিতে পারেন মা গর্ভপাতের জন্য।

   

তবে গর্ভপাতে কোনও সমস্যা হলে সেই দায় হবে মায়ের, কাউকে দোষারোপ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। চিকিৎসকরা জানিয়েছেন, ‘গর্ভধারণের পর থেকেই ওই মহিলার শারীরিক সমস্যা বাড়তে থাকে। এই সন্তান থাকলে আরও অবনতি হতে পারে।’ মহিলা জানান, চিকিৎসকরাই গর্ভপাতের পরামর্শ দেন। এরপরেই আদালতের দ্বারস্থ হন দম্পতি। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular