HomeWest BengalKolkata CityWeather update: শুক্রবার থেকে ভারী বর্ষণ হওয়ার ইঙ্গিত রাজ্যে, সতর্কতা জারি করল...

Weather update: শুক্রবার থেকে ভারী বর্ষণ হওয়ার ইঙ্গিত রাজ্যে, সতর্কতা জারি করল হাওয়া অফিস

- Advertisement -

ভ্যাপসা গরমের মধ্যেই ভারী বর্ষণের ইঙ্গিত দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে হাওয়া অফিস আগে জানিয়েছিল, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। বর্তমানে সাগরে সেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে বলেই জানিয়েছেন আবহবিদেরা। শুধু তাই নয় হাওয়া অফিসের তরফে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে, আগামী ২২ মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। আরও শক্তি বৃদ্ধি করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতিও সাগরে তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর মধ্যেও হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে এই ঘূর্ণিঝড় বর্ষা আসার মুখে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে, যার প্রভাবে দেশে বর্ষা হয়। তবে মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় তৈরির পথে বাধা সৃষ্টি করতে পারে বলেও আবহবিদেরা জানিয়েছেন।

   

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে। মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও। এই পরিস্থিতিতে আবহবিদেরা আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন। তবে রাজ্যে বর্ষা প্রবেশ নিয়ে এখনও দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় বঙ্গে। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহবিদেরা জানিয়েছেন, সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি বেশি হতে পারে

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular