SSC দুর্নীতি মামলা, ২৪ ঘণ্টার মধ্যে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে সিবিআইয়ের সঙ্গে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে অস্বস্তি চার উপদেষ্টা কমিটির…

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে সিবিআইয়ের সঙ্গে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে অস্বস্তি চার উপদেষ্টা কমিটির সদস্যদের। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, যত দ্রুত সম্ভব সিবিআইয়ের তদন্তকারী অধিকারিকদের সঙ্গে তদন্তের সহযোগিতা করতে হবে।

Advertisements

মঙ্গলবার সিবিআইয়ের রিপোর্ট তলব করেছেন অজিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষা দাফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সিবিআই ডিরেক্টর ও বিধান নগর পুলিশ কমিশনারকে কপি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisements

উপদেষ্টা কমিটির ৫ সদস্য এস পি সিনহা সহ বাকি কমিটির চার সদস্যদের আইনজীবীরা এখন প্রধান বিচারপতির এজলাস বিষয়টি নিয়ে আবেদন করতে যাচ্ছেন। প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন । বেলা ১ টায় দৃষ্টি আকর্ষণের অনুমতি প্রধান দিয়েছেন বিচারপতি।

 

এদিকে সোমবারই এসএসসি-র সব মামলা থেকে সরে দাঁড়ান কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সব মামলা থেকে অব্যাহতি এই ডিভিশন বেঞ্চের। এই সিদ্ধান্তের ফলে ১০ বিচারধীন মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।