HomeWest BengalKolkata CityTapan Dutta Murder: তৃণমূল নেতা তপন দত্ত খুনে অভিযুক্ত 'মন্ত্রী', সিবিআই তদন্তের...

Tapan Dutta Murder: তৃণমূল নেতা তপন দত্ত খুনে অভিযুক্ত ‘মন্ত্রী’, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

- Advertisement -

তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকেই তদন্ত প্রক্রিয়া সিবিআই চালিয়ে নিয়ে যাবে। বিচারপতি রাজশেখর মান্থা জানান যেখানে সিবিআই তদন্তের প্রয়োজন সেখানে তদন্ত করবে সিবিআই।

২০১১ সালের মে মাসে গুলি করে খুন করা হয় হাওড়ার বালি এলাকার টিএমসি নেতা তপন দত্তকে স্থানীয় তৃণমূল নেতাদের নাম জড়ায়। তপন দত্ত খুনের মামলা সুপ্রিম কোর্টেও উঠেছে। এক দশক পেরিয়ে গেলেও এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পায়নি।

   

রাজ্য সরকারের সিদ্ধান্তে সিআইডি তদন্তভার গ্রহণ করেছিল। সিআইডি তদন্তের পর জানায়, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তপনবাবুকে খুন করা হয়েছে। ২০১১ সালের ৩০ অগস্ট সিআইডি মামলার চার্জশিট পেশ করে। চার্জশিটে হাওড়ার একাধিক তৃণমূল নেতার নাম ছিল।

সিআইডির চার্জশিটে অভিযুক্ত তৃণমূল নেতারা ২০১৪ সালে বেকসুর খালাস পেয়ে যান। কিন্তু ২০১৭ সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের সেই নির্দেশকে খারিজ করে । হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশ বহাল রাখে ও দ্রুত মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেয়।

তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তর অভিযোগ মামলা থেকে সরে না দাঁড়ালে ‘বংশে বাতি দেওয়ার লোক থাকবে না’। সিবিআই তদন্তে দোষীদের শাস্তি চান তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular