‘পুরুষ মানেই ধর্ষক’! অভিনেত্রীর বার্তায় সমাজমাধ্যমে বিতর্ক

gulsharana khatun

পুরুষ মানেই ধর্ষক! প্রতিটা পুরুষই ‘পোটেনশিয়াল রেপিস্ট’। অভিনেত্রী গুলশানা খাতুনের(Gulshanara Khatun) বক্তব্যে সমাজমাধ্যমে প্রতিবাদের ঝড়। কিন্তু অভিনেত্রী তাঁর কথায় অনড়। আরজি কর মেডিক্যাল কলেজের ৩১ বছরের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদ করছেন সমাজের সর্ব স্তরের মানুষ। এবার সেই প্রতিবাদের আগুনে ঘি ঢাললেন এই অভিনেত্রী।

Advertisements

দেওয়াল লিখন আঁচ করেই শোরগোল ফেলা আর্জি ‘পুরষ্কৃত অধ্যক্ষ’ ডাঃ সন্দীপের

   

বাংলা টেলিভিশন তথা নাট্য জগতের পরিচিত মুখ গুলশানারা। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘বিজয়া’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে। মঙ্গলবার ফেসবুকে একটি লিঙ্ক শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি ‘পুরুষ মানেই সম্ভাব্য ধর্ষক’… আমি আবার বলছি… চিৎকার করে বলছি…নিজেকে আনফ্রেন্ড করতে দ্বিধা বোধ করবেন না।” এর পরই আবার তিনি লেখেন, ‘অবধারিতভাবেই আমি ধর্ষণের হুমকি পাচ্ছি আর ‘ভালো বন্ধু’দের থেকে ফোনও পাচ্ছি। ধর্ষক মানেই পুরুষ। ‘পুরুষ’ হলে ধর্ষক নন।’

পিতৃহারা সজল, প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ

কিন্তু তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে সমাজআমধ্যমে ঝড় উঠেছে। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এই বক্তব্যের প্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করেছেন। অভিনেত্রী রুপাঞ্জনা মৈত্র তাঁর এই বক্তব্যের পাল্টা লেখেন, ‘ তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ গুলশানার তীব্র বিরোধিতা করেছেন ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী।

প্রসঙ্গত ‘মেয়েরা রাত দখল করো’ প্রতিবাদ মিছিল হতে চেলেছে ১৪ অগস্ট শহর কলকাতায়। মূলত তিনটি জায়গায় জমায়েত— যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিট। এ ছাড়াও, সারা রাজ্যে, এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ছে মধ্যরাতের জমায়েতের ডাক। বিভিন্ন জায়গায় জড়ো হবেন মহিলারা, সঙ্গী হবেন পুরুষেরাও। গুলশনারা নিজেও এই প্রতিবাদ মিছিলে হাঁটবেন বলেই জানিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements