মুখ্যমন্ত্রীর জেলা সফরের কারণেই বাতিল গ্রুপ ডি চাকরি প্রার্থীদের লং মার্চ!

Group D Job Applicants Protest Long March Due to Cancellation of Exam

দীর্ঘ সময় ধরে নিয়োগ থেকে বঞ্চিত থাকার অভিযোগে সোমবার শহিদ মাতঙ্গিনী হাজরার বাসভবন থেকে মিছিলের ডাক দিয়েছিল গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। ৩ দিনের লং মার্চে অনুমোদন দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ তবুও ট্রাফিক চলাচল এবং অন্য কারণ দেখিয়ে এই পদযাত্রা বাতিলের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা পুলিশ। রবিবার এই মর্মে হাওড়া জেলা পুলিশের তরফে একটি চিঠিও দেওয়া হয়েছে রাজ্য গ্রুপ ডি ঐক্য মঞ্চের প্রতিনিধিদের।

ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী সেকারণেই তাঁদের লং মার্চের জন্য অনুমতি দেওয়া হয়নি৷

   

উল্লেখ্য, যোগ্য পদ থেকে বঞ্চনার অভিযোগ তুলে শহিদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে ২২০ দিনের বেশী সময় ধরে অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। কিন্তু সরকারের তরফে ইতিবাচক বার্তা না মেলায় লং মার্চের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তাঁদের লং মার্চের জন্য অনুমতি দিয়েছেন। ৩ তারিখ থেকে ৫ তারিখ অবধি মিছিলের কথা ছিল৷ একেবারে তমলুক থেকে শহিদ মিনার অবধি পদযাত্রা করবেন৷ এমনটাই স্থির করেছিলেন চাকরি প্রার্থীরা।

তাঁরা জানিয়েছেন, তমলুকের হোগলায় শহিদ মাতঙ্গিনী হাজরার বাসভবন থেকে মিছিলও শুরু করবেন চাকরি প্রার্থীরা। প্রথম দিন বাগনান অবধি চলবে লং মার্চ। এরপর ৪ এপ্রিল ধুলাগড় অবধি মিছিল করবেন চাকরি প্রার্থীরা। এরপর ৫ তারিখ শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হবেন তাঁরা। সেখানে উপস্থিত হয়ে ডেপুটেশন জমা দেবেন তাঁরা। কিন্তু আদালতের নির্দেশের পরেও অনুমতি দিল না পুলিশ৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন