পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার পদ নিয়ে কী বলছেন রাজ্যপাল

West Bengal Governor CV Anand Bose

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ। ফাঁকা রাজ্য নির্বাচন কমিশনারের পদ। নতুন আধিকারিকের নাম নিয়ে রাজ্য-রাজভবনের মধ্যে দ্বন্দ্ব চলছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে ২৮ মে। ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। পঞ্চায়েত ভোটের দায়িত্বে থাকবে নতুন নির্বাচন কমিশনারের কাঁধে।

   

সূত্রের খবর, গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য প্রশাসনে অভিজ্ঞ রাজীব সিনহাকে দায়িত্বে চাইছে নবান্ন। রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নামই পাঠানো হয়েছে।

রাজ্যপালের কথায়, “সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন রাজীব সিনহার নামই প্রস্তাব করা হচ্ছে? রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সম্পর্কে আরও তথ্য জানতে চেয়েছে রাজভবন।

প্রশাসন সূত্রে খবর, দায়িত্বে যাকে রাখা হবে তাঁর কেরিয়ার সম্পর্কে তথ‌্য চেয়ে থাকে রাজভবন।

মার্চে সৌরভ দাসের চাকরির মেয়াদ শেষের পর দুমাসের এক্সটেনশন দেয় রাজ‌্য। কিন্তু মে মাসের শেষে তাঁর মেয়াদ ফুরিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই পদ খালি থাকায় চিন্তা বাড়ছে রাজনৈতিক মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন