ssc scam:২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার

Rajasthan,CM, Breaking News

ভোটের আগে চাকরিহারা প্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। যে সমস্ত চাকরি প্রার্থীরা কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন তাঁরা এপ্রিল মাসের বেতন পাবেন। ভোটের আগে যেন কল্পতরু রাজ্য সরকার। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে এবং শিক্ষা দফতর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, যত দিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে, তত দিন কারও বেতন বন্ধ করা হবে না।

Advertisements

প্রসঙ্গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারায় প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। ২০১৬ সালের গোটা প্যানেলকেই অবৈধ বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। এসএসসি দুর্নীতির বিরাট রায় দিয়েছিল কোর্ট। শুধু তাই নয় অবৈধ প্রার্থীদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলা হয়। বেতন ফেরতই নয় বেতনের ওপর ১২ শতাংশ সুদের হারে বেতন ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। রাতারাতি বেকার হয়ে পড়ে ২৬ হাজার যুবক যুবতী । যদিও কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তাঁদের মামলা গৃহীত হয়েছে। 

Advertisements

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, মামলাটি বিচারাধীন এবং ওই ২৬হাজারজন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হবে। শ্রম আইনের হিসেব অনুসারে, কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ভোটের মুখে চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দিয়ে কি ভোট বাক্সে প্রভাব ফেলতে চাইল তৃণমূল সরকার? সেটাই এখন লক্ষণীয় বিষয়।