নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বছরের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে সোনার বাজারে যে ছবি ধরা পড়ছে, তা ক্রেতা ও বিনিয়োগকারী—দু’পক্ষের কপালেই চিন্তার ভাঁজ ফেলছে। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকেই একের পর এক ধাপে লাফিয়ে বেড়েছে সোনার দাম (Gold Price)। বছরের শেষদিকে এসে সেই ঊর্ধ্বমুখী ধারাই বজায় রয়েছে। বরং বলা ভালো, বছর শেষ হতে না হতেই সোনার দামে তৈরি হয়েছে নয়া রেকর্ড।
সাধারণত উৎসবের মরশুম বা বিয়ের সময় সোনার দামে কিছুটা ওঠানামা দেখা যায়। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা। কেনার হোক বা না হোক, সোনার দাম বাড়লে যেমন মানুষের চিন্তা বাড়ে, তেমনই দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ থাকে। কিন্তু বর্তমানে সেই স্বস্তির জায়গাটুকুও যেন নেই। কারণ বছর শেষের মুখেও সোনার দাম রীতিমতো চড়া।
বর্তমান বাজারদর অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১৩,৩৩০ টাকা। মাত্র একদিনের ব্যবধানে এই দামে বৃদ্ধি পেয়েছে ১৩৫ টাকা। ফলে যারা প্রতিদিনের দামের ওঠানামার দিকে নজর রাখছেন, তাঁদের কাছে এই বৃদ্ধির হার চোখে পড়ার মতো। শুধু ১ গ্রাম নয়, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দামও পৌঁছে গিয়েছে ১,৩৩,৩০০ টাকায়। এক রাতের মধ্যেই ১০ গ্রামে দাম বেড়েছে ১,৩৫০ টাকা। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই বড় অঙ্কের পার্থক্য তৈরি হচ্ছে সোনার দামে। কলকাতার বাজারের কথা বললে, সেখানে ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম এখন ১৩,৩৩,৩০০০ টাকা। অর্থাৎ এক কেজির দশভাগের একভাগ সোনা কিনতেও গুনতে হচ্ছে প্রায় তেরো লক্ষের বেশি টাকা। মধ্যবিত্ত বা সাধারণ ক্রেতাদের কাছে এই দাম যে কতটা চাপের, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অনেকেই বিয়ের গয়না বা পারিবারিক প্রয়োজনের জন্য সোনা কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন।
শুধু সোনা নয়, রুপোর বাজারেও পরিস্থিতি একই রকম চমকপ্রদ। আজ রুপোর দাম নতুন রেকর্ড তৈরি করেছে। ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ২৪,৬৪০ টাকা। একদিনেই এই দামে বৃদ্ধি পেয়েছে ১,৭১০ টাকা। একই সঙ্গে ১ কেজি রুপোর দাম পৌঁছেছে ২,৪৬,৪০০ টাকায়। রাতারাতি ১ কেজিতে দাম বেড়েছে ১৭,১০০ টাকা, যা রুপোর ক্ষেত্রে অত্যন্ত বড় বৃদ্ধি বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
