লক্ষ্মীবারে ব্যাপক সস্তা হল সোনা, কলকাতায় রুপোর দর জানেন?

স্বাধীনতা দিবসের দিন আচমকা সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক দেখা গেল। এমনিতে বিগত কিছু সময় ধরে সোনা ও রুপোর দামে দফায় দফায় চমক লক্ষ্য করা যাচ্ছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না।

আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। আজ রুপোর দাম উর্ধ্বমুখী হলেও লাগাতার দ্বিতীয় দিনের মতো নিম্নমুখীই থাকল সোনার দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। গতকাল বুধবার সোনার দাম বেশ খানিকটা কমেছিল। আর আজ বৃহস্পতিবার লক্ষ্মীবারে সেই দাম নতুন করে আর বাড়েওনি আবার কমেওনি। এক নজরে তাহলে দেখে নিন ২২, ২৪ এবং ১৮ ক্যারটে সোনার দাম। জেনে নিন রুপোর রেটও।

   

জানা গিয়ছে, আজ ২২ ক্যারটে ১০ সোনার দাম ৬৫,৫৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৬,৫৫,৫০০ টাকা। অন্যদিকে আজ কলকাতায় ২৪ ক্যারটে ১০ সোনার দাম ৭১,৫১০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৭,১৫,১০০ টাকা।

এবার আসা যাক ১৮ ক্যারটের প্রসঙ্গে। জানলে খুশি হবেন, কলকাতায় আজ আজ ১৮ ক্যারটে ১০ সোনার দাম ৫৩,৬৩০ টাকা। ১০০ গ্রামের দাম ৫,৩৬,৩০০ টাকা। আজ শহরে সোনার দাম কম থাকলেও রুপোর দাম উর্ধ্বমুখী। এদিন তিলোত্তমায় ১০০ গ্রাম রুপোর দাম ৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৩৫০ টাকায়। এক কেজির দাম ৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৩,৫০০ টাকায়।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন