HomeBharatসপ্তাহের শেষে সোনার দামে ১৩০০ টাকার হেরফের, জানুন লেটেস্ট রেট

সপ্তাহের শেষে সোনার দামে ১৩০০ টাকার হেরফের, জানুন লেটেস্ট রেট

- Advertisement -

বাঙালিদের সোনা-রুপোর প্রতি এক আলাদাই ভালোবাসা রয়েছে। যে কোনও অনুষ্ঠান হোক কিংবা বিয়ে, বাঙালি সোনা কিনতে কিন্তু পিছু পা হন না। দাম যতই বাড়ুক বা কমুক, মানুষ একটু হলেও সোনা বা রুপো কেনেন। কারণ এই সোনা যেমন সৌন্দর্য বাড়ায় ঠিক তেমনই ভবিষ্যতেও কাজে লাগে এই জিনিস। আজ সোনা-রুপোর দাম (Gold Silver Price) কত?

এমনিতে প্রতিদিনই বাংলা তথা দেশজুড়ে সোনা ও রুপোর দাম ওঠানামা করে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সামনেই রয়েছে দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো, কালীপুজো, ধনতেরস সহ নানা উৎসব। সেইসঙ্গে বিয়ের মরসুমও রয়েছে। ফলে এত কিছু থাকতে গায়ে একটু সোনা বা রুপোর গয়না থাকবে না তা কি হতে পারে? আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার কি আপনিও সোনা বা রুপো কেনার তালে রয়েছেন? জানেন রেট কত? তাহলে জানিয়ে রাখি, আজ সপ্তাহের শেষে সোনা এবং রুপো দুইয়েরই দাম এক ধাক্কায় অনেকটা বেড়েছে।

   

আজ কলকাতা শহরে ২২ ক্যারটে ১২,০০০ টাকা এবং ২৪ ক্যারটে ১৩,০০০ টাকা অবধি মহার্ঘ্য হয়েছে সোনা। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৮,২৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১২,০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৮২,৫০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। জানা গিয়েছে, শহরে ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৪,৪৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১৩,০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৪৪,৫০০ টাকায়। কিন্তু জানেন কি আজ তিলোত্তমায় ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, এদিন শহরে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৯৮০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৫,৮৪০ টাকায়। এর পাশাপাশি ১০০ গ্রামে ৯৮০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৫৮,৪০০ টাকায়।

এদিন সোনার পাশাপাশি রুপোও এক ধাক্কায় অনেকটাই মহার্ঘ্য হয়েছে। জানা গিয়েছে, এদিন কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৯৫০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৩০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৯,৫০০ টাকায়।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

সোনা কেনার সময় লোকেদের অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের কেবল হলমার্ক চিহ্ন দেখে কেনাকাটা করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular