রবিবারের বাজারে দাম কমল সোনা-রুপোর, কলকাতায় ২৪ ক্যারটের রেট কত?

gold

রবিবার ছুটির দিনে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও যদি আজ সোনা ও রুপো কেনার পরিকল্পনা করে থাকলে জেনে নিন আজকের রেট।

গতকাল শনিবার সোন, রুপোর দাম বেশ পতন লক্ষ্য করা গিয়েছিল। ফলে আজ রবিবার ২১ জুলাই ছুটির দিন কলকাতা তথা সমগ্র দেশে এই দুই মহামূল্যবান ধাতুর বাড়ল না কমল সেদিকে স্বাভাভিকভাবেই সকলের নজর রয়েছে। তবে জানলে খুশি হবেন, আজ আর নতুন করে এই দুই ধাতুর দাম বাড়েনি। ফলে আজ আপনিও অনায়াসেই সোনা বা রুপো কিনতে পারবেন। জেনে নিন আজকের রেট।

   

জেনে নিন আজ শহরে ২২, ২৪ এবং ১৮ ক্যারটে সোনার দাম কত। জানা গিয়েছে, ২১ জুলাই শহরে ৮ গ্রাম সোনার দাম ৫৪,২৪০ টাকা। অন্যদিকে ১০ গ্রামের দাম ৬৭,৮০০ এবং ১০০ গ্রামের দাম ৬,৭৮,০০০ টাকা। এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। আজ শহরে ৮ গ্রাম সোনার দাম ৫৯,১৭৬ টাকা, ১০ গ্রামের দাম ৭৩,৯৭০ এবং ১০০ গ্রামের দাম ৭,৩৯,৭০০ টাকা।

জানেন ১৮ ক্যারটের দাম কত? তাহলে আর দেরি না করে জানিয়ে রাখি, শহরে ৮ ক্যারটে ৪৪,৩৮৪, ১০ গ্রামে ৫৫,৪৮০ এবং ১০০ গ্রামের দাম ৫,৫৪,৮০০ টাকা। এদিকে সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম ৯৩১৫ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ৯৩,১৫০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন