HomeBharatসপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনা? এক ক্লিকে জানুন ২৪ ক্যারটের রেট

সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনা? এক ক্লিকে জানুন ২৪ ক্যারটের রেট

- Advertisement -

সপ্তাহের প্রথম দিনেই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক দেখা গেল। আজ ২৯ জুলাই সোমবার ব্যাপকভাবে সোন ও রুপো এই দুই ধাতুর দামেই পরিবর্তন লক্ষ্য করা গেল। আর এই পরিবর্তন কিছু মানুষের ক্ষেত্রে খুশির আবার কিছু মানুষের ক্ষেত্রে ধাক্কার সমান হতে পারেন।

অনেকেই আছেন যারা সোনা সঞ্চয় করেন বা ভবিষ্যতে ভালো টাকা লাভের আশায় তাতে বিনিয়োগ করেন। আবার অনেকেই আছেন যারা দেহের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কেনেন। আপনি কোনটা করতে পছন্দ করেন? আপনিও যদি কলকাতা শহরের বাসিন্দা হয়ে থাকেন এবং আজ এই দুই ধাতু কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই লেখাটির ওপর চোখ বুলিয়ে নিন।

   

সোনা, রুপোর দাম কমলে কার না ভালো লাগে। কিন্তু আজকের দিনটা একটু ব্যতিক্রম। বিগত কয়েকদিন ধরে সোনা ও রুপোর দামে পতন লক্ষ্য করা গেলেও আজ শহরে সামান্য হলেও দাম বেড়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৩,৪০০ টাকায়। অন্যদিকে শহরে ১০০ গ্রাম সোনার দাম ৬,৩৪,০০০ টাকা।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। কলকাতা শহরে এদিন ১০ গ্রাম সোনার দাম ১৬০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৯,১৬০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ১৬০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৯১,৬০০ টাকায়। জানেন আজ ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম কত শহরে? তাহলে জানিয়ে রাখি, আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ১৩০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫১,৮৮০ টাকায়। ১০০ গ্রামের দাম ১৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,১৮,৮০০ টাকায়।

আজ সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ৬০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৫০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৬০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৫,৫০০ টাকায়। 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular