সপ্তাহের শেষে সোনা-রুপোর দামে বিরাট চমক, জানুন ২৪ ক্যারটের রেট

Gold Price Sees Big Change Today: Check 22 and 24 Carat Gold Prices on 2nd July

সপ্তাহের শেষে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক মিলল। আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর সোনা এবং রুপো, এই দুই ধাতুর দামেই বড়সড় চমক দেখা গেল। আপনিও কি কলকাতার বাসিন্দা? সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন রেট।

Advertisements

বিগত টানা ১০ দিনেরও বেশি সময় ধরে শহরে সোনা এবং রুপোর দাম ক্রমশ নিম্নমুখী ছিল। এমনিতে ভারতের চারটি মহানগরের অন্যতম কলকাতায় সোনা ও রুপোর গয়নার ব্যাপক চাহিদা রয়েছে। বাঙালিদের মধ্যে সোনা এবং রুপো নিয়ে আলাদাই এক ভালো লাগা কাজ করে। ফলে যতই দাম হোক না কেন, একটু হলেও সোনা-রুপো কেনেন মানুষ। আজও কি দাম কমল? নাকি কমল? জেনে নিন ঝটপট।

Advertisements

সারা বাংলার মানুষ সোনা কেনাকে শুভ বলে মনে করে। তবে আজ সোনা বা রুপোর দামে কিন্তু কোনওরকম স্বস্তি মেলেনি। কারণ আজ এক ধাক্কায় অনেকটাই দাম বেড়ে গেল। ৫০০০ টাকারও বেশি দাম বেড়েছে। আজ শহরে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৫১০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৭,১০০ টাকায়। ১০০ গ্রামের দাম ৫১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৭২,০০০ টাকা।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। জানা গিয়েছে, ২৪ ক্যারটে ১০ গ্রামে সোনার দাম ৫৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৩,৩১০ টাকায়। ১০০ গ্রামের দাম ৫৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩৩,১০০ টাকা। অন্যদিকে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৪২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৯৮০ টাকায়। ১০০ গ্রামের দাম ৪২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪৯,৮০০ টাকায়।

আজ সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা বেড়েছে। ২০০০ টাকা অবধি রুপো আজ মহার্ঘ্য হয়েছে। আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপোর দাম ২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৭০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ২০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৭,০০০ টাকায়।