HomeBusinessসপ্তমীতেই সোনার বাজারে বড় টুইস্ট, হুড়মুড়িয়ে কমল হলুদ ধাতুর দাম!

সপ্তমীতেই সোনার বাজারে বড় টুইস্ট, হুড়মুড়িয়ে কমল হলুদ ধাতুর দাম!

- Advertisement -

কলকাতা ২৯ সেপ্টেম্বর: দুর্গাপূজার মরসুমে বাঙালির ঘরে ঘরে প্রস্তুতি চলছে জোরকদমে। নতুন পোশাক, সাজগোজ, প্যান্ডেল হপিং—সবের মাঝেই এক বিশেষ আকর্ষণ থেকে যায়: সোনা কেনা। বাংলার ঘরোয়া সংস্কৃতিতে পূজোর সময়ে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। আর তাই অনেকেই মহাষষ্ঠী বা মহাসপ্তমীর দিনে সোনা কেনেন। কিন্তু এবারে সোনার বাজারে দেখা গেলো এক বড়সড় চমক।

সাম্প্রতিক তথ্যানুসারে, ২০২৫ সালের মহাসপ্তমীর দিনে কলকাতায় সোনার দর কিছুটা চমকে দেওয়ার মতোই। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,০০,৮৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১,১৫,৪৮০ টাকা।

   

দেখা যাচ্ছে, কলকাতা ও মুম্বইয়ে ২২ ক্যারাট সোনার দাম এক হলেও দিল্লিতে তা কিছুটা কম। আবার ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে দিল্লিতে দাম সবচেয়ে বেশি — ১,১৫,৬৩০, যা কলকাতা ও মুম্বইয়ের তুলনায় ১৫০ বেশি।

বিশেষজ্ঞদের মতে, মহাষষ্ঠীর দিনে দাম কিছুটা চড়া হলেও এটি এখনও বিনিয়োগের ভালো সময় হতে পারে। কারণ ভবিষ্যতে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা সোনা গয়না কেনার কথা ভাবছেন, বা সোনায় বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই সময়টি হতে পারে গুরুত্বপূর্ণ।

অনেকেই দ্বিধায় থাকেন, সোনা কিনতে হলে ২২ ক্যারাট নেবেন না ২৪ ক্যারাট? এখানে মূল পার্থক্য হলো বিশুদ্ধতায়। ২৪ ক্যারাট সোনা প্রায় ৯৯.৯% বিশুদ্ধ হয়, যেখানে ২২ ক্যারাট সোনায় কিছু ধাতু মেশানো থাকে, যার ফলে গয়না তৈরি সহজ হয়।

সোনার দাম শহরভেদে কিছুটা কমবেশি হলেও বর্তমানে কলকাতা ও মুম্বইয়ে দামের মধ্যে কোনও পার্থক্য নেই। কারণ, এই দুই শহরেই সোনার আমদানি ও গয়না নির্মাণ একটি বড় ইন্ডাস্ট্রি। দিল্লিতে তুলনামূলকভাবে আমদানি খরচ ও স্থানীয় ট্যাক্সের ভিন্নতার কারণে দাম কিছুটা কম বা বেশি হতে পারে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular