মাঘের শুরুতেই সোনার দামে বড়সড় লাফ, চিন্তায় মধ্যবিত্ত

কলকাতা: মাঘ মাস শুরু হতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। নতুন বছরের শুরুতেই সোনার দামে (Gold Price) বড়সড় লাফ লক্ষ্য করা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় একধাক্কায়…

Gold Price Today: Rs 3,300 Increase in Two Days, Kolkata Market Rates

কলকাতা: মাঘ মাস শুরু হতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। নতুন বছরের শুরুতেই সোনার দামে (Gold Price) বড়সড় লাফ লক্ষ্য করা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় বেড়েছে হলুদ ধাতুর দর, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। বিশেষ করে যাঁদের বাড়িতে সামনের দিনে বিয়ের অনুষ্ঠান রয়েছে, তাঁদের কাছে এই মূল্যবৃদ্ধি বড়সড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

ভারতীয় বাজারে সোনা শুধু গয়নার জন্য নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও সঞ্চয়ের অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হিসেবেও বিবেচিত হয়। মধ্যবিত্ত পরিবারে সোনাকে ভবিষ্যতের নিরাপদ সঞ্চয় হিসেবে দেখা হয়। তাই সোনার দামে সামান্য ওঠানামাও সাধারণ মানুষের আর্থিক পরিকল্পনায় বড় প্রভাব ফেলে। বিয়ের মরশুমে যখন সোনার চাহিদা থাকে তুঙ্গে, ঠিক তখনই দামে এই লাফ সাধারণ ক্রেতাদের সমস্যায় ফেলেছে।

   

আজ বুধবার বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম পৌঁছেছে ১৪,০৯৫ টাকায়, যা আগের দিনের তুলনায় ৩০০ টাকা বেশি। একইভাবে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪০,৯৫০ টাকা। অর্থাৎ একদিনেই বেড়েছে প্রায় ৩,০০০ টাকা।

অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার দামেও বড়সড় উল্লম্ফন লক্ষ্য করা গিয়েছে। আজ ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১৪,৮২৫ টাকা, যা আগের দিনের তুলনায় ৩১০ টাকা বেশি। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪৮,২৫০ টাকায়। অর্থাৎ একদিনেই দাম বেড়েছে প্রায় ৩,১০০ টাকা।

শুধু গয়নার সোনা নয়, সোনার বাটের দামেও বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার বাটের দাম ১৪,৭৫৫ টাকা, যা আগের দিনের তুলনায় ৩১৫ টাকা বেশি। ১০ গ্রাম সোনার বাটের দাম বেড়ে হয়েছে ১,৪৭,৫৫০ টাকা। ফলে যাঁরা বিনিয়োগের জন্য সোনা কিনতে চান, তাঁদেরও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

সোনার পাশাপাশি রুপোর দামেও চমকপ্রদ উল্লম্ফন লক্ষ্য করা গিয়েছে। আজ ১০০ গ্রাম খুচরো রুপোর দাম দাঁড়িয়েছে ৩১,৪২০ টাকায়, যা একদিনে বেড়েছে ১,৮০৫ টাকা। একইভাবে ১ কেজি খুচরো রুপোর দাম পৌঁছেছে ৩,১৪,২০০ টাকায়, অর্থাৎ বেড়েছে ১৮,০৫০ টাকা। এছাড়াও ১০০ গ্রাম রুপোর বাটের দাম ৩১,৪১০ টাকা এবং ১ কেজি রুপোর বাটের দাম ৩,১৪,১০০ টাকা হয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক টানাপোড়েন এবং ডলারের ওঠানামার কারণেই সোনার দামে এই অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটে সোনার চাহিদা বাড়ায় দাম আরও চড়ছে। বিদেশি বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যাওয়াও দেশের বাজারে দামের উপর প্রভাব ফেলছে।

Advertisements