
নতুন বছরের শুরুতে সোনার বাজারে (Gold Price) স্বস্তির হাওয়া বইলেও তা দীর্ঘস্থায়ী হল না। জানুয়ারির প্রথম দিকে খানিকটা কমেছিল সোনার দাম, (Gold Price) যার ফলে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে আশার আলো দেখা গিয়েছিল। তবে সপ্তাহের শুরুতেই সেই স্বস্তি উবে গিয়ে ফের ঊর্ধ্বমুখী হল হলুদ ধাতুর দর। আজ বুধবার, গতকালের তুলনায় আবারও কিছুটা বেড়েছে সোনার দাম। এর জেরে ২২ ও ২৪ ক্যারাট সোনার দরে নতুন করে চিন্তায় পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলি।
বিশেষ করে যাঁরা বিয়ে, পারিবারিক অনুষ্ঠান বা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের বাজেটে বড়সড় ধাক্কা লেগেছে। প্রতিদিনের বাজারদরের ওঠানামা সাধারণ ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে। অনেকেই এখন অপেক্ষার পথে হাঁটছেন—দাম (Gold Price) কমার আশায় সোনা কেনা আপাতত পিছিয়ে দিচ্ছেন। আজ, ৮ জানুয়ারি বুধবারের বাজারদরের দিকে তাকালে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন মহানগরে সোনার দামে সামান্য হলেও বৃদ্ধি হয়েছে। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ২৭ হাজার ৪১০ টাকা। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছে এক লক্ষ ৩৮ হাজার ৯৮০ টাকা। গতকালের তুলনায় এই দাম কিছুটা বেশি, যা ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
অন্যদিকে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়েও সোনার দরে (Gold Price) ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ এক লক্ষ ২৭ হাজার ৮৫০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম (Gold Price) বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ৩৯ হাজার ৪৮০ টাকা। মুম্বইয়ের মতো শহরে গয়নার চাহিদা বরাবরই বেশি, ফলে দাম বাড়ার প্রভাব পড়ছে বাজারে কেনাবেচার ওপর। পূর্ব ভারতের প্রধান শহর কলকাতাতেও একই ছবি। আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৭ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে এক লক্ষ ৩৯ হাজার ৪৮০ টাকায়। নতুন বছরের শুরুতেই এমন দাম (Gold Price) বৃদ্ধির ফলে অনেক পরিবারই গয়না কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের(Gold Price) ওঠানামা, ডলার সূচকের পরিবর্তন, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতির প্রভাবেই মূলত এই মূল্যবৃদ্ধি। পাশাপাশি বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি ঝোঁক বাড়ায় দাম আরও চড়ছে। এর প্রভাব সরাসরি পড়ছে দেশের খুচরো বাজারে।










