কলকাতা: দীর্ঘদিনের লাগাতার ঊর্ধ্বগতির পর অবশেষে বড়সড় পতনের মুখে পড়ল সোনার দাম। সম্প্রতি রেকর্ড গড়ে দেড় লক্ষ টাকার গণ্ডি ছুঁয়েছিল হলুদ ধাতু। যার ফলে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে গয়না ব্যবসায়ী সকলের মধ্যেই তৈরি হয়েছিল চরম উদ্বেগ। তবে আজ বাজারে এল স্বস্তির খবর। একদিনেই প্রায় ২৩ হাজার টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। একই সঙ্গে বড় ধাক্কা খেয়েছে রুপোর দামও।
বাজার সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে সোনার দামের সংশোধন, ডলার সূচকের ওঠানামা এবং বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতার জেরেই এই আকস্মিক দরপতন। বিশেষজ্ঞরা মনে করছেন, টানা ঊর্ধ্বমুখী থাকার পর এই পতন কার্যত “প্রাইস কারেকশন”।
২৪ ক্যারেট সোনা:
আজ ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫,৪৩১ টাকা। গত দিনের তুলনায় প্রতি গ্রামে ২২৯ টাকা কমেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম আজ ১৫ লক্ষ ৪৩ হাজার ১০০ টাকা, যা একদিনে প্রায় ২২,৯০০ টাকা কমেছে।
২২ ক্যারেট সোনা:
গয়না তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৪,১৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম নেমেছে ১৪ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকায়। একদিনেই প্রায় ২১ হাজার টাকা কমেছে এই ক্যাটেগরিতে।
১৮ ক্যারেট সোনা:
১৮ ক্যারেট সোনার দামেও বড় পতন লক্ষ্য করা গেছে। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১১,৫৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১৫ হাজার ৭৩০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ৫৭ হাজার ৩০০ টাকা। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭,২০০ টাকা কমেছে ১৮ ক্যারেট সোনার দর।
সোনার পাশাপাশি রুপোর দামেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৩২,৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম বর্তমানে ৩ লক্ষ ২৫ হাজার টাকা। একদিনেই প্রায় ৫,০০০ টাকা কমেছে রুপোর দাম।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর চাহিদা সাময়িকভাবে কমেছে। পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগের আগ্রহ ফের বাড়ায় সোনা ও রুপো থেকে কিছুটা মুখ ফিরিয়েছেন বিনিয়োগকারীরা। এর পাশাপাশি সুদের হার সংক্রান্ত ইঙ্গিতও বাজারে প্রভাব ফেলেছে।
