ফের চমক সোনার বাজারে, দু’দিনে লাফিয়ে বাড়ল সোনার দাম

এ মাসের শুরু থেকেই সোনা ও রুপোর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। নভেম্বর মাসে দাম (Gold Price) কিছুটা কমে যাওয়ায় সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে যে…

Gold Price Today: Rs 3,300 Increase in Two Days, Kolkata Market Rates

এ মাসের শুরু থেকেই সোনা ও রুপোর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। নভেম্বর মাসে দাম (Gold Price) কিছুটা কমে যাওয়ায় সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে যে স্বস্তি ফিরে এসেছিল, ডিসেম্বর পড়তেই তা কার্যত উধাও। গত কয়েক দিন ধরে সোনা ও রুপোর দামে লাগাতার উত্থান-পতন চললেও, শেষ দু’দিনে সোনার দামে যে বড় অঙ্কের বৃদ্ধি দেখা গেছে, তা নতুন করে বাজারে চর্চা শুরু করেছে।

Advertisements

বাজার সূত্রের খবর অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা, ডলারের ওঠানামা এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন সংকেতের প্রভাব পড়ছে মূল্যবান ধাতুর দামে। পাশাপাশি, বছরের শেষের দিকে বিনিয়োগের প্রবণতা বেড়ে যাওয়াও সোনা ও রুপোর দামের ঊর্ধ্বগতির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর সঙ্গে যোগ হয়েছে উৎসব ও বিয়ের মরশুমের আগাম প্রস্তুতি, যার ফলে চাহিদাও বাড়ছে।

   

বর্তমান বাজার দরে পাকা সোনা বার (২৪ ক্যারাট) প্রতি ১০ গ্রামে বিক্রি হচ্ছে ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকায়। খুচরো বাজারে একই মানের পাকা সোনা বারের দাম আরও কিছুটা বেশি, প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৩২ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে সোনার দামে হাজার হাজার টাকার লাফ চোখে পড়ার মতো।

গয়না তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হলমার্কযুক্ত ২২ ক্যারাট সোনার দামও কম নয়। বর্তমানে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার গয়নার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। বিয়ের বাজার বা পারিবারিক অনুষ্ঠানের জন্য যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই দাম নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু সোনা নয়, রুপোর দামও একই সঙ্গে চড়া। খুচরো বাজারে প্রতি কেজি রুপোর দাম পৌঁছেছে ১ লক্ষ ৮৯ হাজার ৮০০ টাকায়। শিল্পক্ষেত্রের চাহিদা, গয়নার ব্যবহার এবং বিনিয়োগ—সব মিলিয়ে রুপোর বাজারেও চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, রুপো এখন আর শুধু অলংকারের ধাতু নয়, বরং গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম হিসেবেও ধরা হচ্ছে, যার ফলে দাম বাড়ছে দ্রুতগতিতে।

নভেম্বরে সোনা ও রুপোর দামে যে পতন দেখা গিয়েছিল, তার ফলে অনেকেই ভেবেছিলেন ডিসেম্বর মাসে হয়তো দাম কিছুটা স্থিতিশীল থাকবে। কিন্তু বাস্তবে তার উল্টো ছবি ধরা পড়েছে। ডিসেম্বরের শুরু থেকেই বাজারে অস্থিরতা বেড়েছে, আর শেষ দু’দিনে সোনার দামে বড়সড় বৃদ্ধি সেই অস্থিরতাকেই আরও স্পষ্ট করেছে।

 

 

Advertisements