
আপনিও কি সোনা বা রুপোর গয়না কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য এখন রয়েছে একদম দুর্দান্ত সুখবর। বিগত ৫ দিন হতে চলল, সোনার দামে (Gold Price) কোনওরকম পরিবর্তন হয়নি, বলা ভালো আর নতুন করে দাম বাড়েনি।
অন্যদিকে রুপোর দামও নিম্নমুখী রয়েছে। ফলে আপনিও যদি এখন সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দারুণ সুযোগ রয়েছে আপনার জন্য। জানা গিয়েছে, আজ ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬৬,৪০০ টাকা। এছাড়া ২২ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম ৬,৬৪,০০০ টাকা। আজ ২৪ ক্যারেট সোনার দামও গতকালের মতোই রয়েছে। অর্থাৎ আজ ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৭২,৪৪০ টাকায়। এছাড়া ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৭,২৪,৪০০ টাকায়।
এবার আসা যাক ১৮ ক্যারেটের কথায়। আজ ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৫৪,৩৩০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৫,৪৩,৩০০ টাকায়। অন্যদিকে আজ আজ ১০ গ্রাম রুপোর দাম বিক্রি হচ্ছে ৯১৫ টাকায়। এছাড়া ১০০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ৯১৫০ টাকা। এর পাশাপাশি এক কেজি রুপো বিক্রি হচ্ছে ৯১,৫০০ টাকায়।
সোনার গয়না কেনার আগে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য জেনে নেওয়া জরুরি। ২৪ ক্যারেটে কোনও ভেজাল ছাড়াই ১০০ শতাংশ খাঁটি সোনা থাকে। একই সময়ে, রূপালী বা তামার মতো মিশ্রিত ধাতুগুলি ২২ ক্যারেটে যুক্ত করা হয়। এতে ৯১.৬৭ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।










