HomeBusinessধনতেরাসের আগেই মিলল স্বস্তি, ফের কমল সোনার দাম

ধনতেরাসের আগেই মিলল স্বস্তি, ফের কমল সোনার দাম

- Advertisement -

দিওয়ালি এবং ধনতেরসের মতো উৎসবের কারণে বেড়ে যায় সোনা ও রুপোর দাম((gold and Silver Price))৷ এই সময়ে ভাল চাহিদা থাকে সোনার জিনিস কেনার৷ আমেরিকার মুদ্রানীতিতে সম্ভাব্য পরিবর্তন এবং বৈশ্বিক উত্তেজনা সোনার চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। দিওয়ালি এবং ধনতেরসের মতো উৎসবের কারণে ভারতেও এর ভাল চাহিদা রয়েছে।সামনেই ধনতেরাস।এই সময় সোনা (gold and Silver Price)কেনার ধুম পড়ে যায়।

কয়েকদিন আগেই সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলল সোনা ও রুপোর দাম((gold and Silver Price))। আগামী সপ্তাহেই ধনতেরস, দীপাবলি। উৎসবের আবহে সর্বকালের সর্বোচ্চ হল সোনার দাম। গত কয়েকদিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। আজ, বুধবার এক ধাক্কায় খাঁটি সোনার দাম ((gold and Silver Price))পেরিয়ে গেল ৮০ হাজারের গণ্ডি।

   

দাম বাড়ল ২২ ক্যারাট সোনার দামও। সস্তা হয়েছে সোনা((gold and Silver Price))। দাম খুবই সামান্য কমেছে। প্রতি ১০ গ্রামে কমেছে মাত্র ৩০০ টাকা। প্রতি কেজি রুপোর দাম পেরিয়ে গেল ১ লক্ষ টাকা। আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। যে কারণে সোনার দাম বিশ্বজুড়েই ঊর্ধ্বমুখী। তার প্রভাব পড়ল ভারতের বাজারেও। তবে আজ রবিবার কিছুটা স্বস্তি মিলেছে৷ পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে।বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার(gold and Silver Price) চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে।

কলকাতার বাজারে ২৪ ক্যারাট পাকা সোনার9(gold and Silver Price)) প্রতি ১০ গ্রামের দাম ৭৮ হাজার ১৫০ টাকা। ২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনার দাম (gold and Silver Price)৭৪ হাজার ৬৫০ টাকা। যা আগের দিনের তুলনায় ৩০০ টাকা কম। তুলনায় রুপোর দাম বেশ খানিকটা কমেছে। শনিবার প্রতি কেজি রুপোর দাম ৯৬ হাজার ৪০০ টাকায়। যা আগের দিনের তুলনায় ২ হাজার ১৫০ টাকা কম।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular