ধনতেরাসের আগেই আশির গন্ডি ছুঁল সোনা, কলকাতায় কত হল জানেন?

Gold Turns Costlier Before Wedding Rush, Prices See Sudden Spike
Gold Turns Costlier Before Wedding Rush, Prices See Sudden Spike

প্রতিদিনই বেড়েই চলেছে সোনার দাম (gold and Silver Price) ৷ যেভাবে দাম বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের জন্য সোনা (gold and Silver Price) কেনা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে ৷ এই উৎসবের মরশুমে সোনার দাম সব রেকর্ড ভেঙে দিয়েছে।আমেরিকার মুদ্রানীতিতে সম্ভাব্য পরিবর্তন এবং বৈশ্বিক উত্তেজনা সোনার চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

দিওয়ালি এবং ধনতেরসের মতো উৎসবের কারণে ভারতেও এর ভাল চাহিদা রয়েছে।আমেরিকার মুদ্রানীতিতে সম্ভাব্য পরিবর্তন এবং বৈশ্বিক উত্তেজনা সোনার চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। দিওয়ালি এবং ধনতেরসের মতো উৎসবের কারণে ভারতেও এর ভাল চাহিদা রয়েছে।সামনেই ধনতেরাস।এই সময় সোনা (gold and Silver Price)কেনার ধুম পড়ে যায়।

   

প্রতিদিন নানান গুরুত্বপূর্ণ খবরের মাঝে সকলেরই নজর থাকে সোনার দামের ওপর। দিনদিন সোনার দামে কতটা পরিবর্তন হল সেইদিকে নজর থাকে সাধারণ মানুষের। তবে সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের ওপরেও। এখনও পর্যন্ত অনেক বাঙালিই বিয়ে কিংবা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানের উপহার হিসেবে এই মূল্যবান ধাতুগুলো দিয়ে থাকেন।

পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে।বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার(gold and Silver Price) চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে।

সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলল সোনা ও রুপোর দাম। আগামী সপ্তাহেই ধনতেরস, দীপাবলি। উৎসবের আবহে সর্বকালের সর্বোচ্চ হল সোনার দাম। গত কয়েকদিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। আজ, বুধবার এক ধাক্কায় খাঁটি সোনার দাম পেরিয়ে গেল ৮০ হাজারের গণ্ডি। দাম বাড়ল ২২ ক্যারাট সোনার দামও। প্রতি কেজি রুপোর দাম পেরিয়ে গেল ১ লক্ষ টাকা। আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। যে কারণে সোনার দাম বিশ্বজুড়েই ঊর্ধ্বমুখী। তার প্রভাব পড়ল ভারতের বাজারেও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন