গিরিশ পার্কে এক তরুণের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমেছে চাঞ্চল্য। মাত্র ২০ বছরের সৌমাদিত্য কুন্ডু—যিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন—তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের সদস্য, প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নামলেও, মৃত্যুর রহস্য ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
সৌমাদিত্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় ফিরেছিলেন। তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিমান চালানো, সেই লক্ষ্যেই বিদেশে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। পরিবার ও কাছের মানুষদের মতে, তিনি বেশ মেধাবী, পরিশ্রমী এবং শান্ত স্বভাবের ছেলে ছিলেন। তাই হঠাৎ করে তাঁর মৃত্যুর খবর কারোরই মেনে নেওয়া কঠিন হয়ে উঠেছে।
বুধবার বিকেল প্রায় ৪টা নাগাদ কলকাতার মধু রায় লেনে অবস্থিত নিজের বাড়ি থেকে বেরিয়ে যান সৌমাদিত্য। এরপর তিনি যান তাঁদেরই গিরিশ পার্কের আরেকটি বাড়িতে। পরিবার প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও, বৃহস্পতিবার দুপুরে সেখানে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় পরিস্থিতি বদলে যায় মুহূর্তে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় গিরিশ পার্ক থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টই এখন প্রধান সূত্র।
