টালিগঞ্জ থেকে রাজনীতি— এবার ইডির তলব এই অভিনেত্রীকে

From Tollywood to Politics — Actress Summoned by ED
From Tollywood to Politics — Actress Summoned by ED

বেটিং অ্যাপ কেলেঙ্কারি ঘিরে ফের তীব্র চাঞ্চল্য। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। (ED Raid) অভিযোগ উঠেছে, এই অভিনেত্রীর নাম নাকি এক বিতর্কিত বেটিং অ্যাপের আর্থিক লেনদেনে জড়িয়ে গিয়েছে। আগামী দিনগুলিতে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এই তদন্ত সংস্থা।

ইডি(ED Raid) সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে অনলাইনে বেআইনি বেটিং অ্যাপ চালানোর অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করা হয়েছে এবং তার অনেকটাই ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে ঘোরানো হয়েছে বলে জানা গিয়েছে। এই অর্থ পাচারচক্রের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও বিনোদন জগতের সেলিব্রিটিদের নামও জড়িয়ে পড়ছে। সেই তালিকাতেই উঠে এসেছে মিমি চক্রবর্তী ও উর্বশী রাউতেলার নাম।

   

অভিযোগ, এক বেটিং সংস্থার প্রোমোশনাল ইভেন্টে তাঁর উপস্থিতি এবং সেই সংস্থার তরফে অর্থ লেনদেন হয়েছে। যদিও মিমির ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। পুরোটাই পেশাগত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এখন সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বলেই অভিযোগ তাঁর অনুগামীদের।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন