চাকরি বাতিলের দিনে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের

partha chatterjee bail cbi opposition

বৃহস্পতিবার সুপ্রিম রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজারের চাকরি। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, এটা বাছাই করা সম্ভব নয়। আদালতের রায়ের পরই ভেঙে পড়েছেন চাকরিহারারা। অপর দিকে, এসএসসি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে রায়ের দিনই বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisements

এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবি বলেন যে তার মক্কের নির্দোশ এবং যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে ‘দুর্নীতির মাস্ট্রারমাইন্ড বলেছিল সিবিআই। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবি বিপ্লব গোস্বামী বলেন, “আমার মক্কেল OMR শিট নষ্ট করেননি। OMR নষ্টের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা নেই। সিবিআই তাদের প্রথম চার্জশিটে OMR শিট নষ্ট করার জন্য একটি সংস্থাকে যুক্ত করেছিল। সেই চার্জশিটে আমার মক্কেলের ভূমিকা রয়েছে বলে জানায়নি।“ তিনি আরও বলেন, “আমার মক্কেল আড়াই বছরের বেশি সময় ধরে জেল হেফাজতে রয়েছেন। এই মামলায় পরে গ্রেফতার হয়েও অনেকে জামিন পেয়েছেন। দীর্ঘদিন সিবিআই আমার মক্কেলকে জেলে গিয়ে কোনও জিজ্ঞাসাবাদও করেনি। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।“

   

উল্লেখ্য, আগেরদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানিতে সিবিআই দাবি করে যে পার্থর নির্দেশেই ওএমআর নষ্ট করা হয়েছিল। এই দাবির প্রেক্ষিতেই এই মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।

Advertisements

এরপর সিবিআই-এর আইনজীবীকে বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন যে নতুন করে কিছু বলার আছে কিনা। উত্তরে সিবিআই আইনজীবী বলেন, “না আমাদের কিছু বলার নেই।“ এরপর বিচারক বলেন, “এখানেই শেষ করা হল এই শুনানি। রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।“