SSC Scam: জামিনের আবেদন খারিজে জেলেই জীবন প্রাক্তন তৃ়ণমূল মহাসচিব পার্থের

Partha Chatterjee

রেহাই মিলল না। ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পার্থ সহ ৭ জনের ফের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আটমাস ধরে জেলে আছে পার্থ চট্টোপাধ্যায়। দল তাঁকে ছেঁটে ফেলেছে। যদিও মমতার প্রতি বারবার সদর্থক বার্তা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আগামী ১৬ তারিখ অবধি জেলে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ সাত জনকে। শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে বিপুল কালো টাকা উদ্ধার ও বেআইনি নিয়োগে জর্জরিত তৃণমূল কংগ্রেস সরকার। আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী অফিসারদের। বিচারককে বলতে শোনা যায়, যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তাঁদের দ্রুত খুঁজে বের করতে হবে। কেন তদন্ত করতে এত দেরি হচ্ছে প্রশ্ন তোলেন বিচারক।

   

সিবিআইয়ের আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকবারই নতুন সূত্র পাওয়া যাচ্ছে। সেই সূত্রের বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের সম্পর্কও পাওয়া যাচ্ছে। এখন তদন্তও সঠিক পথে চলছে। তাই পার্থকে হেফাজতেই রাখা দরকার। তদন্তের ক্ষেত্রে আরও সময় লাগবে বলে জানান সিবিআইয়ের আইনজীবী। এর পর পার্থ চট্টোপাধ্যায় সহ ৭ জনেরই জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন