অ্যান্টিবায়োটিক কোর্স শেষ, বুদ্ধবাবুকে ছুটি দেবেন চিকিৎসকরা

কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য? কবে ছাড়া পাবেন তিনি? এমন সব প্রশ্ন ঘুরছে তাঁর অনুরাগীদের মধ্যে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তাঁর ফুসফুস এখন সংক্রমণ মুক্ত। শনিবার অর্থাৎ আজ শেষ হচ্ছে তাঁর অ্যান্টিবায়োটিক কোর্স। আজ হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডের বৈঠক। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে এই গুরুতবপূর্ণ বৈঠকে। কবে তাঁকে বাড়ি পাঠানো হবে তা নিয়েও সিদ্ধান্ত হবে এই বৈঠকে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে রাইলস টিউব সমেত বুদ্ধবাবুকে কবে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো যায় কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে বেশিদিন হাসপাতালে রাখলে ফের সংক্রমণ ছড়াতে পারে। তাই চিকিৎসকের একাংশ চান যে বুদ্ধবাবুকে দ্রুত বাড়িতে পাঠাতে। আজকের মেডিক্যাল বোর্ডের বৈঠকে থাকার কথা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর।

   

হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, বুদ্ধদেব ভট্টাচার্য সজাগ রয়েছেন। চিকিৎসক ও যাঁরা তাঁকে দেখতে আসছেন, তাঁদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। বুদ্ধবাবুর রক্ত পরীক্ষার ফলাফলে সব প্যারামিটারই প্রায় স্বাভাবিক। শুক্রবার, রাইলস টিউব খুলে মুখ দিয়ে সামান্য নরম খাবার খাওয়ানো হলেও এখনও বাইপ্যাপ ও রাইলস টিউব পুরোপুরি খোলা নিয়ে সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন