
নদীয়ার কল্যাণীতে মহকুমা শাসকের (SDO) দফতরে আজ ফর্ম ৭ জমা (Form 7)দেওয়ার ঘটনা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপির কল্যাণী বিধায়ক অম্বিকা রায় ফর্ম ৭ জমা দিতে গেলে তাঁকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, দফতরের সামনে ভিড় জমে যায়। অম্বিকা রায়কে জিজ্ঞাসা করা হলেও তিনি ঠিক কতগুলো ফর্ম জমা দিতে এসেছেন, তা স্পষ্ট করে বলেননি।
এই ঘটনা রাজ্যের চলমান ভোটার লিস্ট সংশোধন (SIR) প্রক্রিয়াকে আরও বিতর্কিত করে তুলেছে।তৃণমূলের অভিযোগ, বিজেপি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ফর্ম ৭ জমা দিচ্ছে। ফর্ম ৭ হলো ভোটার লিস্ট থেকে নাম মুছে ফেলার আবেদনপত্র মৃত্যু, স্থানান্তর বা ডুপ্লিকেটের কারণ দেখিয়ে। তৃণমূল নেতারা বলছেন, বিজেপি এই ফর্মগুলো বাল্কে প্রি-ফিল করে জমা দিয়ে গণতন্ত্রের অধিকার কেড়ে নিতে চাইছে।
SIR শুনানিতে এসে বিস্ফোরক দেব! কী বললেন তৃণমূল সাংসদ?
গতকালই বাঁকুড়ার খাত্রায় প্রায় ৪০০০ ফর্ম ৭ ধরা পড়েছে বলে তৃণমূল অভিযোগ করেছে। একটি গাড়ি থেকে হাজার হাজার প্রি-ফিলড ফর্ম উদ্ধার হয়েছে, যাতে তালদাঙ্গরা এলাকার বেশিরভাগ নাম ছিল। দু’জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে, তিনজন পালিয়ে গেছে। খাত্রা থানায় এফআইআর দায়ের হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি অভিযোগ করেছেন, এটা বিজেপির ‘অপারেশন’ বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চক্রান্ত। তিনি বলেছেন, “এটা গণতন্ত্র চুরির চেষ্টা।
বিজেপি বিহার-ঝাড়খণ্ড থেকে লোক এনে ফর্ম ৭ জমা দিচ্ছে, ইআরওদের চাপ দিচ্ছে।” মমতা আরও দাবি করেছেন, SIR-এর ড্রাফট রোলে ৫৪ লক্ষ বৈধ ভোটারের নাম কাটা হয়েছে অনেক মহিলার বিয়ের পর সারনেম বদলের কারণে, অনেককে ‘মৃত’ দেখিয়ে। তিনি বলেছেন, “যদি রবীন্দ্রনাথ ঠাকুর আজ জীবিত থাকতেন, তাঁর নামও কাটা যেত!” মমতা অভিযোগ করেছেন, ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে মিলে AI টুলস ব্যবহার করে নাম কাটছে, বুথ লেভেল এজেন্টদের শুনানিতে ঢুকতে দিচ্ছে না।
কল্যাণীর এই ঘটনা রাজ্যজুড়ে SIR নিয়ে উত্তেজনার প্রতীক। তৃণমূল বলছে, এটা গরিব, আদিবাসী, সংখ্যালঘু ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। বিজেপি বলছে, ভোটার লিস্ট পরিষ্কার করার অধিকার। শুনানি চলছে ফেব্রুয়ারি পর্যন্ত, ফাইনাল রোল ১৪ ফেব্রুয়ারি। কিন্তু এই তুলকালাম দেখে মনে হচ্ছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার লিস্টই সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে।




