Narada Case: নারদা ঘুষ মামলা আদালতে ফিরহাদ মদন, চোখ টানলেন বৈশাখী-শোভন

narada-scam

সবার নজরে তারা। বঙ্গ রঙ্গের দুই জুড়ি। তাতে হেভিওয়েট নেতারা পাত্তা পেলেন না। নারদ ঘুষ মামলায় অভিযুক্ত একাধিক তৃণমূল নেতা। যা ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। শনিবার সেই মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়।

Advertisements

শোভনের সঙ্গে তাঁর সিঁদুর পরানো স্ত্রী বৈশাখী ছিলেন। যদিও তাদের আইনত বিয়ে এখনও হয়নি। দুজনই নজর কাড়লেন।

   

এদিন আদালতের কাছে উপস্থিত হন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এরপর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপস্থিত হন শোভন চট্টোপাধ্যায়। তবে আদালতে প্রবেশের সময় কোনও মন্তব্য করেননি কেউই।

অভিযুক্তদের আইনজীবীর তরফে দাবি করা হয়, আদালতের কাছে তথ্যপ্রমাণের আসল নথি নেই। সেই কারণে তাঁরা অভিযোগ মিলিয়ে দেখতে পারছেন না। এছাড়া, আইপিএস অফিসার এসএমএইচ মির্জার তরফে জানতে চাওয়া হয়, ১৩ জনের নামে অভিযোগ থাকলেও, ৫ জনের নাম চার্জশিটে রয়েছে। বাকিদের নাম কোথায় গেল? ১১ জুলাই মামলার পরবর্তী শুনানি।

Advertisements

এর আগে নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখ্যোপাধ্যায়দের গ্রেফতার করা হয়। সেবার এসএসকেএম হাসপাতালে না গিয়ে জেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ফিরহাদ হাকিম। পরে সেই মামলা হাইকোর্টে গেলে জামিন পান চার জনেই।

তৃণমূল নেতা সুব্রত মুখ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। কিন্তু নিয়ম মেনে চার জনকে হাজিরা দেওয়ার নির্দেশ এয় আদালত। সেই নিয়ম মেনেই আদালতে এদিন হাজিরা দিতে আসেন তিন জন।