সোমবার সকালে কলকাতার ধাপায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন আয়ত্তে আনতে রীতিমতো হিমশিম খেতে হলো দমকলকে। ধাপার ১২ নম্বর বহিশতলা এলাকায় আগুন লাগার খবর সামনে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।
Advertisements
সূত্র মারফত জানা গিয়েছে সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ আগুন লাগে। ধাপায় যে জঞ্জাল ভর্তি জায়গা আছে সেখানেই আগুন লাগার খবর আসে। স্থানীয় কিছু লোকজন তড়িঘড়ি দমকলকে ফোন করে। এলাকার একটি নির্দিষ্ট জায়গায় জঞ্জাল বস্তাবন্দি করে রাখা ছিল। সেইখান থেকে আগুনের শিখা নজরে আসে স্থানীয়দের।
Advertisements
দমকল সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় আপাতত হাতাহতের কোনও খবর নেই। তবে ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দমকলের তিনটি ইঞ্জিন সময়মতো পৌঁছে যথেষ্ট তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।


