HomeWest BengalKolkata CityRajarhat Fire: রাজারহাটে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

Rajarhat Fire: রাজারহাটে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

- Advertisement -

রাজারহাটে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আগুন ধরে যায় পাঁচ তলা গুদামের একে বারে উপরের তলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে ওই গুদামের একবারে ওপরের তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে রয়েছে দমকলের চারটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর কাজ করছে। আপাতত হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সেটাও জানা যায়নি। গুদামের সঙ্গে ওই ভবনে একটি গেঞ্জি তৈরির কারখানা রয়েছে বলেও খবর। 

—-
এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular