HomeWest BengalKolkata Cityভোটের দিন উদ্ধার লক্ষ লক্ষ টাকা, যত কাণ্ড বসিরহাটে

ভোটের দিন উদ্ধার লক্ষ লক্ষ টাকা, যত কাণ্ড বসিরহাটে

- Advertisement -

লোকসভা ভোটের দিন বসিরহাটে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। নাকা চেকিং-এর সময়ে পুলিশের হাতে উদ্ধার হল প্রায় বাইশ লাখ টাকা। লোকসভা ভোটের সপ্তম দফার ভোটের দিন রাজ্য পুলিশের হাতে এত বিরাট অঙ্কের টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার বিপুল পরিমাণ টাকা আসলে জাল!

পুলিশ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে,ভোটের জন্য সব এলাকাতেই ব্যাপক নাকা চেকিং হচ্ছে। সেই চেকিং করার সময়েই উদ্ধার করা হয়েছে এই জাল নোট। পুলিশ সূত্রে জানা গিয়ে একেবারে বসিরহাট শহরের দিক থেকে যাচ্ছিলেন ওই যুবকেরা। এই ঘটনায় আপাতত ৮ জন যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাচ্ছিল, সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

   

অন্যদিকে আজ বসিরহাট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। লোকসভা ভোটের অন্যতম আলোচিত কেন্দ্র বসিরহাট। শনিবার সকালে নিজের বুথে গিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।এর পরই শাসকদলের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, “তৃণমূল অশান্তির চেষ্টা করছে। তবে এই ভোট বাংলার মা-বোনের সম্মানের, যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন। মোদির হাত শক্ত করতেই হবে।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular