Holi:দোলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের রাজপথে থাকছে অতিরিক্ত পুলিশ

Kolkata police

সোমবার কলকাতা জুড়ে থাকছে অতিরক্ত পুলিশ বাহিনী। এ বছরও লালবাজারের তরফে অতিরিক্ত পুলিশকর্মী নামানোর কথা বলা হয়েছে।লালবাজার সূত্রে জানা গিয়েছে, এ বছরও দোল এবং হোলিকে কেন্দ্র করে শহরের রাস্তায়অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত সাড়ে তিন হাজার পুলিশকর্মীকে নামানো হবে। প্রসঙ্গত হোলির দিন প্রতিবছর শহরে বিভিন্ন রকম বিধিভঙ্গের ছবি দেখা যায়। ঘটে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। তাই এইবারও বিভিন্নরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বদ্ধপরিকর প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ৩৫০টি জায়গায় বিশেষ পুলিশ পিকেট তৈরি করা হচ্ছে। এ ছাড়া, সাদা পোশাকের পুলিশকর্মীরাও মোতায়েন থাকবে‌ন। পিসিআর ভ্যান এবং মোটরবাইকেও টহলদারি চলবে। দোল এবং হোলির দিন মহিলাদের নিরাপত্তার জন্যও থাকছে বিশেষ বাহিনী।

   

তবে প্রশ্ন উঠেছে, এত কিছুর পরেও কি আটকানো যাবে অপ্রীতিকর ঘটনা ? অতীত ঘাঁটলে দেখা যায় এইরকম উৎসবের দিনে দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশী থাকে। পুলিশি খাতায় যুক্ত হয় ‘নতুন কেস’। তাই এই রকম সমস্যার হাত থেকে বাঁচতে আগে ভাবেই সতর্ক প্রশাসন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন