HomeWest BengalKolkata CityED: তৃণমূলে প্রবল উদ্বেগ, সুজয়কৃষ্ণকে নিয়ে ছুটল ইডি

ED: তৃণমূলে প্রবল উদ্বেগ, সুজয়কৃষ্ণকে নিয়ে ছুটল ইডি

- Advertisement -

সাড়ে চার মাস পর এসএসকেএম বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্রকে, আজই হতে পারে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। আজই কি কণ্ঠস্বরের নমুনা নেবে ইডি? সেরকমই মনে করা হচ্ছে। SSJM থেকে তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও ED অফিসাররা আছেন।তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেকের ঘনিষ্ঠ কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে দাবি ইডির। 

   

ইডি আগেই জানিয়েছে,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর  কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ জরুরি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে তার একটি গুরত্বপূর্ণ ভয়েস মেসেজ মিলেছে। যে কণ্ঠস্বরের সঙ্গে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর মিলিয়ে দেখা জরুরি। এতেই নিয়োগ মামলার অনেক রহস্য ভেদ হতে পারে। 

   

নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এর পর থেকে তদন্ত ধীরে চালাতে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তদন্তকারীদের অভিযোগ। গত অগস্টে বাইপাস সার্জারি হয় সুজয়কৃষ্ণের। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ছিল সুজয়কৃষ্ণ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular