Coal Scam: মেনকাকে নিয়ে সময় বিভ্রাট ইডির

কয়লা পাচারকাণ্ডে (Coal scam) তৎপর ED । রবিবার গভীর রাতে হঠাৎই সিজিও কমপ্লেক্সে হাজির হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এদিকে ফের মেনকাকে তলব করল ইডি। সময় লিখতে ভুল হয়েছিল বলে জানাল ইডি। ইডি প্রশ্ন তুলেছে রাতে হাজিরা দিলেও কেন কারোর সঙ্গে যোগাযোগ করেননি মেনকা গম্ভীর?

জানা গিয়েছে, কয়লা পাচার মামলায় সোমবার রাত সাড়ে ১২ টা নাগাদ মেনকাকে তলব করা হয়েছিল৷ সমনে সময়ের ক্ষেত্রে এএম উল্লেখ করা ছিল। সেইমতো সময়ের আগেই পৌঁছে যান তিনি৷ কিন্তু গিয়ে দেখেন সিজিও কম্পলেক্স বন্ধ৷ মেনকা বলেন, তাঁকে ডাকা হয়েছিল বলেই তিনি এসেছে৷ সিজিও কমপ্লেক্সে তখন কোনও অফিসার না থাকায় বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়৷ ১০ মিনিট পর সিজিও কমপ্লেক্স ছেড়ে বাড়ি চলে যান তিনি৷
সকালে ফের মেনকাকে নোটিশ পাঠাল ইডি। ইডির তরফে প্রশ্ন করা হয়েছে, কেন মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে গেলেও কারোর সঙ্গে যোগাযোগ করলেন না মেনকা? কেন কোনও ইমেইল পাঠানো হয়নি?

   

এদিকে গতকাল রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেনকা জানান, আমাকে ডাকা হয়েছিল। আমি এসেছিলাম। কিন্তু ভিতরে কোনও ইডি অফিসার না থাকার কারণে আমি ফিরে যাচ্ছি। মধ্যরাতে তলবের কারণ কী ছিল? ইডির তরফে বলা হয়েছে, সময় ভুল দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, কয়লাপাচার মামলায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকাকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান মেনকা। গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার পথে তাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে৷ সেই সময় মেনকাকে জানানো হয়, যেহেতু তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে, তাই তিনি বিদেশে যেতে পারবেন না৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন