আমিরের ‘আস্তাবলে’ কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি

গার্ডেনরিচের শাহি আস্তাবল গলির বাসিন্দা আমির খানের (Amir Khan) আবাসন থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। মামলায় তদন্তে নেমে আরও ২২ কোটি টাকার…

গার্ডেনরিচের শাহি আস্তাবল গলির বাসিন্দা আমির খানের (Amir Khan) আবাসন থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। মামলায় তদন্তে নেমে আরও ২২ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) হদিশ পেল (ED) ইডি। এই মামলায় মোট ৬৮ কোটির অধিক টাকা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কালো টাকা সাদা করত আমির খান।

Advertisements

আমির খানের বিরুদ্ধে প্রায় ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গেম অ্যাপের ডেভলপার আমির খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা চলছে।

Advertisements

গত সেপ্টেম্বর মাসে মোবাইল অ্যাপের প্রতারণা কারবারে গার্ডেনরিচের শাহি আস্তাবলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেই ঘটনায় মূল অভিযুক্ত আমির খানকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

ইডি সূত্রে খবর, প্রতারণার কালো টাকা ৩০০ টি অ্যাকাউন্টে জমা করে সেখান থেকে সাদা করা হত। সেই টাকাতেই কেনা হতো ক্রিপ্টোকারেন্সি। সেখান থেকে কালো টাকা সাদা করা হতো। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত তা জানতে তৎপর হয়েছে ইডি ও পুলিশ।